বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
পাক-ভারত দ্বন্দ্ব

আলোচনার বার্তা দিলেন জেনারেল বাজওয়া

যাযাদি ডেস্ক
  ০৪ এপ্রিল ২০২২, ০০:০০
জেনারেল কামার জাভেদ বাজওয়া

ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্বে ইতি টানতে এবার আলোচনার বার্তা দিলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ভারতের সঙ্গে সব বিরোধ আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়া সম্ভব বলে দাবি করেছেন তিনি।

বাজওয়া বলেন, পাকিস্তান কাশ্মীর সমস্যার সমাধানের জন্য আলোচনা এবং কূটনৈতিক পথে এগোতেই বিশ্বাসী। ভারত রাজি হলে

পাকিস্তান সেই লক্ষ্যে এগিয়ে যেতে

তৈরি রয়েছে।

কূটনৈতিক মহল অবশ্য পাকিস্তানের সেনাপ্রধানের আলোচনার বার্তার পেছনে অন্য কারণও দেখছে। ভারতের সঙ্গে পাকিস্তান ছাড়াও সীমান্ত নিয়ে চীনের দ্বন্দ্ব রয়েছে। পরোক্ষভাবে দিলিস্নর ওপর চাপ বাড়াতে এদিন ভারত-চীন সীমান্ত দ্বন্দ্বের বিষয়টিও সামনে

এনেছে পাকিস্তান।

ইসলাবামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, 'কাশ্মীর বিরোধ ছাড়াও ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে। পাকিস্তানের জন্য এটিও গভীর উদ্বেগের বিষয়। আমরা চাই, এই বিরোধেরও আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক পথেই দ্রম্নত নিষ্পত্তি হোক।'

জেনারেল বাজওয়া আরও বলেন, 'আমি বিশ্বাস করি, রাজনৈতিক নেতাদের তাদের আবেগ এবং পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে ইতিহাসের শিকল ভেঙে এই অঞ্চলের প্রায় তিন বিলিয়ন মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার সময় এসেছে।'

উলেস্নখ্য, ২০১৯ সালের আগস্টে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। উপত্যকাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয় ভারত। দিলিস্নর এই তৎপরতার পরপরই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের আরও অবনতি হয়। সংবাদসূত্র : এএনআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে