নিউ ক্যালেডোনিয়ায় সুনামি সতকর্তা জারি

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পূবর্ উপক‚লীয় মহাসাগরের তলদেশে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি সতকর্তা জারি করেছে ফ্রান্সের অধীনস্থ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ নিউ ক্যালেডোনিয়া। বুধবার এই সতকর্তা জারি করে দ্বীপটির উপক‚লীয় এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নিদের্শ দেওয়া হয়েছে। নিউ ক্যালেডোনিয়ার অন্তগর্ত লয়ালিটি দ্বীপপুঞ্জের ১৫৫ কিলোমিটার পূবর্ দক্ষিণ-পূবের্ সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পকটির উৎপত্তি বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতকীর্করণকেন্দ্র। লোকজনকে উপক‚ল থেকে ৩০০ মিটার ভেতরে চলে যেতে ও সম্ভব হলে ১২ মিটার উঁচু স্থানে অবস্থান করার নিদের্শনা দিয়েছে নিউ ক্যালেডোনিয়ার কতৃর্পক্ষ। সংবাদসূত্র: রয়টাসর্