শ্রীলংকা সংকটের সমাধান এক সপ্তাহের মধ্যে :সিরিসেনা

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আগামী এক সপ্তাহের মধ্যে শ্রীলংকার রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বুধবার তিনি এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দেশটির একটি আদালত সাময়িক বরখাস্তের পর এই ঘোষণা দিলেন সিরিসেনা। সংবাদসূত্র : এনডিটিভি প্রেসিডেন্ট সিরিসেনা এক বিবৃতিতে বলেন, ‘চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে এক সপ্তাহের মধ্যে। সম্পূণর্ সমাধান হবে। এই উদ্যোগ আমি নেব জনগণের জন্য, আপনাদের জন্য এবং আমাদের মাতৃভ‚মির জন্য। শান্তির জন্য আমি সবগুলো রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছি।’ তিনি জানান, আসন্ন দিনগুলোতে নেয়া সিদ্ধান্তের ফলে শ্রীলংকার জনগণ উপকৃত হবে। তবে চলমান এই সংকটের জন্য তিনি দায়ী নন বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন। সিরিসেনা গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু তার এই সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়ে। দেশটির পালাের্মন্টে দুই দুইবার বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হয়। তবু সিরিসেনা সেই ফল মানতে অস্বীকার করেন ‘যথাযথ প্রক্রিয়া’ না মানার কথা উল্লেখ করে।