জাপানে দুই মাকির্ন বিমানের ধাক্কা নিখেঁাজ ৬

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জাপান উপক‚লে মাকির্ন মেরিন কোরের দুটি যুদ্ধবিমানের মধ্যে ধাক্কা লাগার পর থেকে ছয় মাকির্ন মেরিন সেনা নিখেঁাজ রয়েছেন। বৃহস্পতিবার মধ্যাকাশে রিফুয়েলিং মহড়া দেয়ার সময় কোনো ভুলে দুটি বিমানের মধ্যে সম্ভবত ধাক্কা লাগে বলে জানিয়েছেন মাকির্ন কমর্কতার্রা। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুঘর্টনার সময় দুটি বিমানে থাকা সাতজন মেরিনের মধ্যে এখন পযর্ন্ত একজনকে উদ্ধার করেছে তাদের মেরিন বাহিনী। তল্লাশি ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন মাকির্ন ও জাপানি কমর্কতার্রা। এক সংবাদ সম্মেলনে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি ইওয়াইয়া জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তি এফ/এ-১৮ হনের্ট যুদ্ধবিমানে ছিলেন এবং স্থিতিশীল অবস্থায় তিনি মেরিন কোরের এয়ার স্টেশন ইয়াকুনিতে আছেন। এক বিবৃতিতে মেরিন কোর জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাত ২টার দিকে জাপানের উপক‚ল থেকে প্রায় ৩২২ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। তবে দুঘর্টনার প্রকৃতি সম্পকের্ বিস্তারিত জানায়নি মেরিন কোর।