ট্রাম্প ১১ বার আলোচনার চেষ্টা করেছেন: রুহানি

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রেসিডেন্ট হাসান রুহানি
গত দুই বছরে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ১১ বার আলোচনায় বসতে চেয়েছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, তবে সব অনুরোধই প্রত্যাখ্যান করেছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প নিবাির্চত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। দেশটি একদিকে আন্তজাির্তক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছে, অন্যদিকে ইরানের ওপর আবার আরোপ করেছে নিষেধাজ্ঞা। রুহানি বলেন, ‘আপনি যদি মনে করে থাকেন, যুক্তরাষ্ট্র জয়লাভ করেছে, তবে জেনে রাখুন আসলে ইরান জিতেছে, হেরেছেন ট্রাম্প।’ ইরানি রাষ্ট্রীয় বাতার্ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত বছর যুক্তরাষ্ট্র আটবার সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে। আর চলতি বছর পরোক্ষভাবে দিয়েছে তিনবার। আর আমরা আমাদের সাবের্ভৗমত্বের মযার্দায় কোনো অনুরোধই গ্রহণ করিনি।’ তবে যুক্তরাষ্ট্র কোন্ ইস্যুতে আলোচনা করতে চেয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এছাড়া সিনিয়র ইরানি কমর্কতার্রা বলেন, ট্রাম্পের প্রস্তাবের কোনো মূল্য নেই। সংবাদসূত্র: আল-জাজিরা