মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ন্যাটোয় যোগদান

চেয়ে চেয়ে দেখবে না রাশিয়া

ফিনল্যান্ড ও সুইডেন তাদের নিরাপত্তা জোরদার করতে পারবে না, বরং আপস করতে হবে
যাযাদি ডেস্ক
  ১৭ মে ২০২২, ০০:০০
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন

সুইডেন ও ফিনল্যান্ড যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেয়, তাহলে রাশিয়া তা চেয়ে চেয়ে দেখবে না। এই ঘটনায় সামরিক উত্তেজনা বাড়বে এবং রাশিয়া নিশ্চিতভাবে এর জবাব দেবে বলে সোমবার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রিয়াবকভ বলেন, ন্যাটো জোটে যোগ দিয়ে ফিনল্যান্ড ও সুইডেন তাদের নিরাপত্তা জোরদার করতে পারবে না বরং এই ব্যাপারে তাদের আপস করতে হবে। সংবাদসূত্র : এএফপি, রয়টার্স, পার্স টুডে

পুতিনের হুমকি সত্ত্বেও রোববার সরকারিভাবে ন্যাটোয় যোগ দেওয়ার আবেদন জানিয়েছে ফিনল্যান্ড। একই সিদ্ধান্ত নিয়েছে সুইডেনও। রোববার দেশটির মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং অন্য মন্ত্রীরা একমত হন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্যপদ পাওয়ার জন্য তারা আবেদন জানাবে। ফিনল্যান্ড সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। চলতি সপ্তাহে সরকারিভাবে ফিনল্যান্ডের পার্লামেন্টও প্রস্তাব পেশ করতে পারে। ন্যাটো অবশ্য সুইডেন ও ফিনল্যান্ডের যোগদান নিয়ে আশাবাদী। দ্রম্নত এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে আশ্বাস দিয়েছে তারা।

ফিনল্যান্ডের এই অবস্থান তাদের আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। এতদিন রাশিয়া ও ইউরোপের সঙ্গে ভারসাম্য রক্ষার নীতি নিয়ে চলছিল ফিনল্যান্ড। স্নায়ুযুদ্ধের সময়েও এই নীতি নিয়েই তারা চলেছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর তারা নীতি বদল করেছে। বস্তুত, ফিনল্যান্ডের সাধারণ মানুষও চাইছে, ন্যাটোয় যোগ দিতে।

ন্যাটো জোটে যোগ দেওয়া সম্পর্কে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিনল্যান্ডের নিরাপত্তা ও আমাদের নাগরিকরা। ন্যাটো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নরডিক দেশগুলোর মধ্যকার নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।' তিনি আশা করেন, ফিনিশ পার্লামেন্ট তাদের সংকল্প ও দায়িত্বশীলতা থেকে এই সিদ্ধান্ত মেনে নেবে।

এদিকে, দেশটির এই অবস্থান পরিবর্তনে রুশ সাংবাদিকদের রিয়াবকভ বলেন, ইউরোপের এই দু'টি দেশ যদি ন্যাটো জোটে যোগ দেয়, তাহলে তা হবে মারাত্মক রকমের ভুল ও দীর্ঘমেয়াদি ক্ষতিপূরণ দিতে হবে। ন্যাটো জোটে যোগ দিতে গেলে কী ধরনের খেসারত দিতে হবে, রাশিয়ার তা এরই মধ্যে দেখিয়ে দিয়েছে। সুইডেন ও ফিনল্যান্ড নিজেদের নিরাপত্তা কোনোমতেই বাড়াতে পারবে না।

রাশিয়া উপ-পররাষ্ট্রমন্ত্রী আও বলেন, ফিনল্যান্ড ও সুইডেনের যোগ দেওয়ার পরে রাশিয়া কী ধরনের ব্যবস্থা নেবে, ন্যাটো জোটের পক্ষ থেকে সৃষ্ট সামরিক হুমকির ওপর তা নির্ভর করবে। তিনি জোর দিয়ে বলেন, ন্যাটো জোটে যোগ দেওয়ার বিষয়ে নরডিক এ দু'টি দেশ তাদের সাধারণ জ্ঞান বিসর্জন দিয়েছে।

এদিকে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তুরস্ক। তারা জানিয়েছে, ফিনল্যান্ড নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। কিন্তু সুইডেনের যোগদান নিয়ে তাদের আপত্তি আছে। কুর্দি যোদ্ধাদের শত্রম্ন বলে মনে করে তুরস্ক। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) তুরস্কে সন্ত্রাসবাদী দল হিসেবে পরিচিত। ন্যাটোর সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকায়ও পিকেকে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত। কিন্তু তুরস্কের অভিযোগ, সুইডেন পিকেকে-কে সন্ত্রাসী দল হিসেবে মনে করে না। সময় সময় তারা পিকেকে-কে সাহায্যও করেছে। সে কারণেই তারা সুইডেনের যোগদান মেনে নিতে রাজি নয়। তুরস্ক জানিয়েছে, সুইডেনকে ন্যাটোয় যোগ দিতে হলে পিকেকে নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে