বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ন্যাটোতে ফিনল্যান্ড-সুইডেনের ঢোকা আটকে দেবে তুরস্ক

ম যাযাদি ডেস্ক
  ১৮ মে ২০২২, ০০:০০

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে্যপ এরদোয়ান ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার বিরোধিতা করবেন। তিনি বলেছেন, ন্যাটোভুক্ত দেশ তুরস্ককে এ বিষয়ে রাজি করানোর জন্য ওই দুই দেশে আঙ্কারায় যেন কোনো প্রতিনিধি না পাঠায়। সংবাদসূত্র : এএফপি, এপি, পার্স টুডে প্রথমে ফিনল্যান্ড, তারপর সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যে এরদোয়ান সোমবার এ প্রতিক্রিয়া জানিয়েছেন। এদিন তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, সুইডেন ও ফিনল্যান্ডকে 'সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সূতিকাগার' মনে করে তুরস্ক। তুরস্কে ২০১৬ সালের এক ব্যর্থ সামরিক অভু্যত্থানের জন্য এরদোয়ানবিরোধী প্রবাসী নেতা ফাতহুলস্নাহ গুলেনকে দায়ী করে আঙ্কারা। তুর্কি সরকার অভিযোগ করে আসছে, ফিনল্যান্ড ও সুইডেন গুলেনের সমর্থকদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। একইসঙ্গে ওই দুই দেশে তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে'র সদস্যরা আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ করে আঙ্কারা। পিকেকে'কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে তুরস্ক। ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে আরও এক কারণ ক্ষুব্ধ প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, যেসব দেশ তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, ন্যাটোতে তাদের সদস্যপদ আটকে দিতে আঙ্কারা বদ্ধপরিকর। ২০১৯ সালে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক আগ্রাসনের কারণে সুইডেন ও ফিনল্যান্ড আঙ্কারার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ন্যাটো জোটে ১৯৫২ সালে যোগ দেয় তুরস্ক। মার্কিন নেতৃত্বাধীন এই জোটে নতুন সদস্য গ্রহণের ক্ষেত্রে প্রতিটি দেশের সম্মতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করার ক্ষেত্রে ভেটো ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে তুরস্ক। রুশ সীমান্তের কাছে ন্যাটো জোটের মহড়া শুরু এদিকে, রাশিয়া সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিশাল মহড়া শুরু হয়েছে। সোমবার থেকে এস্তোনিয়ার ভূখন্ডে শুরু হওয়া এই মহড়ায় যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া এবং ইউক্রেনসহ ১৪টি দেশ অংশ নিচ্ছে। বলা হচ্ছে, বাল্টিক দেশগুলোর ইতিহাসে এটি অন্যতম বড় সামরিক মহড়া। 'হেজহগ' নামের এ মহড়ায় ন্যাটো জোটের সদস্য এবং তাদের মিত্র ১৪ দেশের ১৫ হাজার সেনা অংশ নিচ্ছে। ফিনল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে, চলতি মহড়ায় সামরিক বাহিনীর সব শাখা অংশ নেবে এবং স্থল, সমুদ্র ও আকাশে মহড়া চালানো হবে। পাশাপাশি সাইবার ওয়ারফেয়ারের মহড়াও চলবে। রুশ সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে এ মহড়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে