শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তাজমহলের ওই ঘরগুলোর কোনো বিশেষত্ব নেই

ম যাযাদি ডেস্ক
  ১৮ মে ২০২২, ০০:০০

গত সপ্তাহে তাজমহলের নিচে তালাবদ্ধ ২২টি ঘর খুলে দেখানোর আবেদন জানিয়েছিলেন এক বিজেপি নেতা। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সেই গোপন ঘরগুলোর ছবি প্রকাশ করেছে আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইনডিয়া বা এএসআই। সংবাদসূত্র : পিটিআই, ইনডিয়ান এক্সপ্রেস

সোমবার ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ (এএসআই) তাজমহলের নিচের ২২টি ঘরের কয়েকটির ছবি প্রকাশ করে জানিয়েছে, ঘরগুলোর সংস্কার কাজ চলছে। চারটি ছবিতে তারা সংস্কারের আগের এবং পরে ঘরগুলোর অবস্থা দেখিয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, ওই ঘরগুলোর কোনো বিশেষত্ব নেই। একাধিক মুঘল স্থাপত্যে ওই ধরনের ঘর আছে। সংস্কারের কাজ হচ্ছে বলেই ঘরগুলো বন্ধ করে রাখা আছে বলে তাদের বিবৃতিতে জানানো হয়েছে।

তাজমহল রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত এএসআই'র 'আগরা সেল' জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ফেব্রম্নয়ারি পর্যন্ত যমুনা নদী সংলগ্ন ওই ভূগর্ভস্থ ঘরগুলোতে রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল। সে সময়ই ছবিগুলো তোলা হয়। প্রকাশিত চারটি ছবি গত ডিসেম্বরে তোলা হয়েছিল। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, তাজমহল মূলত 'তেজো মহালয়' নামে একটি শিব মন্দির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে