হুঁশিয়ারি বাইডেনের

তাইওয়ানের জন্য যুদ্ধে নামবে যুক্তরাষ্ট্র

প্রকাশ | ২৪ মে ২০২২, ০০:০০

ম যাযাদি ডেস্ক
কোয়াড সম্মেলনে যোগ দিতে জাপান গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখান থেকেই চীনের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে প্রতিবেশী তাইওয়ানে হামলা চালাতে পারে চীন- এমনটা মনে করেছেন বিশেষজ্ঞরা। সেই প্রসঙ্গেই চীনকে হুঁশিয়ারি দিয়ে সোমবার বাইডেন বলেছেন, তাইওয়ান আক্রমণ করলে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না। প্রয়োজন পড়লে তাইওয়ানকে রক্ষা করার জন্য যুদ্ধেও নামতে পারে মার্কিন সেনা। এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে চীনও। সংবাদসূত্র : রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চীন আগুন নিয়ে খেলছে। বহুদিন ধরেই স্বশাসিত তাইওয়ান দখলের চেষ্টা করছে তারা। বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক অতীতে চীনের আগ্রাসন প্রসঙ্গে এত আক্রমণাত্মক বার্তা দেওয়া হয়নি হোয়াইট হাউসের পক্ষ থেকে। ইউক্রেনে রুশ হামলার তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। সেই প্রসঙ্গেই বাইডেন মনে করিয়ে দিয়েছেন, চীনের আগ্রাসী নীতির ফলে ইউক্রেনের মতোই অবস্থা হবে তাইওয়ানের। সংবাদ সম্মেলনে বাইডেনকে জিজ্ঞাসা করা হয়, তাইওয়ানকে রক্ষা করতে কি সামরিকভাবেও উদ্যোগী হবে যুক্তরাষ্ট্র? উত্তরে বাইডেন বলেন, 'হঁ্যা'। তিনি আরও বলেন, 'আমরা এই প্রতিজ্ঞাই করেছি।' প্রসঙ্গত, সোমবারই যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, প্রত্যেকটি দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করবে এই দুই দেশ। বাইডেন সাংবাদিকদের বলেন, 'আমরা 'এক চীন নীতি'তে সই করেছি। কিন্তু এর মানে এই নয়, বলপ্রয়োগের মাধ্যমে তাইওয়ান দখল করা যেতে পারে। চীন যদি তাইওয়ানে হামলা করে, তাহলে ইউক্রেনের মতোই অবস্থা হবে তাইওয়ানের।' এক চীন নীতিতে তাইওয়ানকে নিজের অংশ বলে মনে করে চীন। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে স্বাধীন সম্পর্ক রয়েছে তাইওয়ানের।