ভারতে পঁাচ রাজ্যের নিবার্চনে ভরাডুবির মুখে বিজেপি

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের পঁাচ রাজ্য বিধানসভা নিবার্চনে বুথ ফেরত জরিপ অনুযায়ী বিজেপির ভরাডুবি হচ্ছে। কেবল ছত্তিশগড়েই ক্ষমতাসীন দলটির সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। আগামী ১১ ডিসেম্বর পঁাচ রাজ্যের বিধানসভা নিবার্চনের ফল একসঙ্গে প্রকাশ হবে। সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া, ইনডিয়া টুডে বুথ ফেরত জরিপে দেখা যায়, রাজস্থানে কংগ্রেস ও তেলেঙ্গানায় আঞ্চলিক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) নিশ্চিত বিজয়ের পথে রয়েছে। আর মিজোরামে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাবে না কংগ্রেস ও মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট। কেবল ছত্তিশগড়ে বিজিপি এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে বেগ পেতে হবে তাদের। অন্যদিকে, মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। এ রাজ্যের ফল কী হবে তা নিয়ে দ্বিধাবিভক্ত দেশটির নিবার্চন বিশ্লেষকরা। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামে ১২ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ হয়। সব রাজ্যে ভোট গণনা শেষে ফল প্রকাশের দিন ঠিক করা হয়েছে ১১ ডিসেম্বর। ২০১৯ সালের মাঝামাঝিতে ভারতের লোকসভা নিবার্চন হওয়ার কথা। বিশ্লেষকরা বলছেন, এই নিবার্চনে বিজেপির ভরাডুবি ঘটলে তার প্রভাব পড়তে পারে লোকসভা নিবার্চনেও।