খাশোগি হত্যাকাÐ সৌদি যুবরাজকে পরামশর্ দিতেন ট্রাম্পের জামাতা

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাÐের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে নিয়মিত আলোচনা করতেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মাকির্ন সংবাদমাধ্যম ‘নিউইয়কর্ টাইমস’ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্ সৌদি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ‘ঝড় কীভাবে শান্ত করতে হয়’ টেলিফোনে সৌদি ‘ডি ফ্যাক্টো’ শাসককে সেই পরামশর্ দিতেন কুশনার। অবশ্য হোয়াইট হাউসের প্রোটোকল অনুযায়ী, বিদেশি নেতাদের সঙ্গে কথোপকথনের সময় জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কোনো কমীের্ক উপস্থিত থাকতে হবে। কুশনার ও সালমান অবশ্য খাশোগি নিহতের পর যেসব আলোচনা করেছেন তা ছিল অনানুষ্ঠানিক। হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ‘এমবিএসের (মোহাম্মদ বিন সালমান) সঙ্গে ও অন্য সব বিদেশি নেতা; যার সঙ্গে স্বাথর্ রয়েছে, তাদের সঙ্গে সম্পকের্র ক্ষেত্রে জ্যারেড সবসময় নিখুঁতভাবে প্রোটোকল ও নিদের্শনা অনুসরণ করেছেন।’ উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটনে পোস্টের নিয়মিত কলাম লেখক জামাল খাশোগি খুন হন।