ইউরোপীয় কোটের্র রায় ইইউর অনুমতি ছাড়াই ব্রেক্সিট বাতিল করতে পারবে যুক্তরাজ্য

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদের অনুমতি ছাড়াই যুক্তরাজ্য ব্রেক্সিট বাতিল করতে পারবে বলে রায় দিয়েছে ‘দি ইউরোপিয়ান কোটর্ অব জাস্টিস’ (ইসিজি)। ইসিজির বিচারকরা জানান, যুক্তরাজ্য যদি তাদের বতর্মান ব্রেক্সিট পরিকল্পনা বাতিল করে, তাহলে ইইউতে তাদের সদস্যপদ বহাল থাকবে। সংবাদসূত্র : বিবিসি যুক্তরাজ্যে ব্রেক্সিটবিরোধী একদল রাজনীতিবিদ তকর্ করে জানিয়েছেন, যুক্তরাজ্য চাইলে এককভাবে ব্রেক্সিট পরিকল্পনা বাতিল করতে পারে। তবে দেশটির সরকার ও ইইউ এর বিরোধিতা করে বলে ব্রেক্সিট পরিকল্পনা বাতিল করতে হলে ইইউর অনুমতি নিতে হবে। এর পরিপ্রেক্ষিতে ইসিজির এই রায় এলো। ব্রিটিশদের মধ্যে ব্রেক্সিট নিয়ে রয়েছে প্রবল ভিন্নমত। জরিপে ব্রেক্সিট গণভোট পরবতীর্ সময় দেশটির জনগণের মনোভাব পাল্টে যাওয়ার চিত্র দেখা গেছে। অন্যদিকে, তেমনি ব্রেক্সিটবিরোধীদের অনেকে দাবি তুলেছেন আরেকটি গণভোটের। ব্রেক্সিট চুক্তি চ‚ড়ান্ত করা নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন দুই দুইজন ব্রেক্সিট-বিষয়কমন্ত্রী। অন্য মন্ত্রণালয়েরও কয়েকজন সরে দঁাড়িয়েছেন। পাশাপাশি, থেরেসা মে’কে ব্রিটিশ কনজারভেটিভ পাটির্র সংসদীয় প্রধানের পদ থেকে সরিয়ে দিতে আস্থা ভোটের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন দলটির বেশ কয়েকজন এমপি। ৪৮ জন দাবি করলেই ডাকা হবে আস্থা ভোট। আজ (মঙ্গলবার) ব্রিটিশ পালাের্মন্টে ব্রেক্সিট চুক্তির ওপর এমপিদের ভোটাভুটি অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, আজ রাতে পালাের্মন্টে ভোটে ব্রিটিশ এমপিরা প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান করতে পারেন। ইউরোপীয় কোটের্র পক্ষ থেকে বলা হয়, বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নকে জানানোর পরও কোনো সদস্যরাষ্ট্র তাদের সিদ্ধান্ত পরিবতর্ন করতে পারে। সদস্যপদ প্রত্যাহার চুক্তিতে পেঁৗছানোর আগে, কিংবা সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর দুই বছর পযর্ন্ত সিদ্ধান্ত বদলের সময় পাবে তারা। বেক্সিটবিরোধী রাজনীতিকদের একাংশ যুক্তি দেখিয়েছেন, যুক্তরাজ্যের উচিত একতরফাভাবে ব্রেক্সিট স্থগিত করা, তবে তাদের বিরোধিতা করেছে ব্রিটিশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন।