নিজামুদ্দিনের দরগায় নারী কেন নিষিদ্ধ, জবাব চায় আদালত

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
নিজামুদ্দিন আউলিয়ার দরগায় নারীরা কেন প্রবেশ করতে পারবেন না, তা জানাতে ভারতের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং দরগা কতৃর্পক্ষকে সোমবার নোটিস পাঠিয়েছে দিল্লি হাইকোটর্। আদালত শবরিমালা মন্দিরে নারীদের প্রবেশের মামলার রায় হওয়ার আগ পযর্ন্ত এই মামলার শুনানি মুলতবি করেছে। পরবতীর্ শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। সংবাদসূত্র : রয়টাসর্ দরগায় নারীদের প্রবেশের বিষয়ে আদালতে আবেদন জানিয়েছেন পুনের কয়েকজন আইনের শিক্ষাথীর্। তাদের আবেদন, সরকার ও সংশ্লিষ্ট কতৃর্পক্ষ যেন সংশ্লিষ্ট দরগাহে নারীদের প্রবেশের অনুমতি দেয়। সেখানে উদাহরণ হিসেবে তারা অন্যান্য কয়েকটি দরগার কথা তুলে ধরেছেন। মুম্বাইয়ের হাজি আলির দরগাহ এবং আজমিরে মইনুদ্দিন চিশতির দরগায় নারীরা প্রবেশ করতে পারেন। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগার সামনে হিন্দি ও ইংরেজিতে নারীদের প্রবেশ নিষিদ্ধ থাকার কথা লিখে দেয়া আছে। আবেদনকারীদের ভাষ্য, তারা দিল্লি পুলিশসহ সংশ্লিষ্ট কতৃর্পক্ষের কাছে অনুরোধ করেছিলেন ব্যবস্থা নিতে। তাতে কোনো কাজ না হওয়ায় আদালতের দ্বারস্থ হতে হয়েছে তাদের।