আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে ম্যাখেঁা, না থামলে পদক্ষেপ

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখেঁা
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখেঁা দেশটির ‘ইয়েলো ভেস্ট’ বা ‘হলুদ জ্যাকেট’ আন্দোলন বন্ধের উপায় খুঁজে বের করতে ট্রেড ইউনিয়ন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন। দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলন শুরুর চার সপ্তাহ পর ম্যাখেঁা এই প্রথম সংকট নিরোসনে উদ্যোগী হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকালে এই বৈঠক হয়েছে। তবে বৈঠকের বিস্তারিত এখনো জানা যায়নি। অবশ্য বৈঠকের পরও আন্দোলন না থামলে কড়া পদক্ষেপের ঘোষণা দিতে পারেন ম্যাখেঁা। সংবাদসূত্র: এএফপি, বিবিসি চার সপ্তাহ আগে জ্বালানি তেলে কর বৃদ্ধির প্রতিবাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখেঁার সরকারের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের ‘হলুদ পোশাক’ পরিধান করে আন্দোলন শুরু হয়। এরপর এ আন্দোলন ছড়িয়ে পড়ে জীবনযাত্রার মানের ব্যয় বৃদ্ধির প্রতিবাদেও। ক্রমান্বয়ে আন্দোলনটি সরকারবিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে। শনিবারও প্রায় এক লাখ ৩৬ হাজার ‘হলুদ পোশাকধারী’ প্রতিবাদকারীরা রাস্তায় নেমে সহিংস বিক্ষোভ শুরু করলে পুলিশ কঁাদানে গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এই আন্দোলনে এখন পযর্ন্ত চারজন নিহত হয়েছেন। আর এক হাজার ৭০০ আন্দোলনকারীকে গ্রেপ্তারও করা হয়েছে। আন্দোলনে সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে। ফলে অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন আন্দোলনের কারণে। চলমান বিক্ষোভ দেশটির অথর্নীতির জন্য বিপযর্য়কর বলে মন্তব্য করেছেন দেশটির অথর্মন্ত্রী বুনো লি মেয়ার। বিদ্যমান পরিস্থিতিকে সমাজ ও গণতন্ত্রের জন্য ‘সংকট’ হিসেবে আখ্যায়িত করে মেয়র বলেন, ‘এটি বাণিজ্যের জন্য, অথর্নীতির জন্য বিপযর্য় ডেকে এনেছে।’ ইয়োলো ভেস্ট আন্দোলন শুরু হয় গত নভেম্বরে। জলবায়ু পরিবতের্নর প্রভাব প্রশমিত করতে জ্বালানির কর বাড়ায় ফরাসি সরকার। কিন্তু বিশ্লেষকরা বলেছেন, এতে চাপ পড়েছে মূলত নিম্ন আয়ের মানুষের ওপর। এর প্রতিবাদে আন্দোলন সংগঠিত হয়। আইন অনুযায়ী, বেশি আলো প্রতিফলিত করে, এমন এক ধরনের বিশেষ নিরাপত্তামূলক জ্যাকেট গাড়িতে রাখতে হয় ফরাসি চালকদের। এর রং সবুজাভ হলুদ। আন্দোলনকারীরা এই জ্যাকেট (ভেস্ট) পরে বিক্ষোভ শুরু করলে তাদের নাম হয়ে যায় ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলনকারী। ফরাসি সরকারের অভিযোগ, আন্দোলনটি সংক্ষুব্ধ সাধারণ ফরাসিদের দ্বারা সংঘটিত হলেও, এখন সেটি চরম ডানপন্থি এবং নৈরাজ্যবাদীদের দখলে চলে গেছে।