ফ্রান্সে ক্রিসমাস মাকেের্টর কাছে গুলি নিহত ৩

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ফ্রান্সের পূবার্ঞ্চলীয় শহর স্ট্রাসবুগের্ একটি ক্রিসমাস মাকেের্টর কাছে বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জনের আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। পলাতক বন্দুকধারীর খেঁাজে পুলিশের অভিযান চলছে। সংবাদসূত্র : বিবিসি প্লেস ক্লিবের সেন্ট্রাল স্কোয়ারের একটি ক্রিসমাস মাকেের্টর কাছে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ওই গুলির ঘটনা ঘটে। ২৯ বছর বয়সী বন্দুকধারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই ‘সম্ভাব্য অপরাধী’ হিসেবে তালিকাভুক্ত করে রেখেছিল। ঘটনাটির তদন্ত শুরু করেছেন ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কেঁৗসুলিরা। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী খ্রিস্তোফ কাস্তেনেয়ার বলেন, ‘তিনি (বন্দুকধারী) নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দুইবার সংঘষের্ও লিপ্ত হয়েছিলেন।’ বন্দুকধারী যেন সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান খ্রিস্তোফ। ফ্রান্সজুড়ে অন্যান্য ক্রিস্টমাস মাকেের্টর নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ৩০০ সদস্য বন্দুকধারীর খেঁাজে তৎপর রয়েছে।