সৌদি যুবরাজকে আবারও সমথর্ন ট্রাম্পের

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন গোয়েন্দা সংস্থা সিআইয়ের মূল্যায়ন প্রতিবেদনে সাংবাদিক জামাল খাশোগি খুনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) নাম আসার পরও তাকে সমথের্নর কথা পুনবর্্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই সমথের্নর কথা বলেন। সংবাদসূত্র : রয়টাসর্ জামাল খাশোগি হত্যায় যুবরাজের সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে ট্রাম্প বলেছেন, ‘সালমান সৌদি আরবের নেতা। তারা আমাদের ভালো মিত্র।’ সৌদির পাশে দঁাড়ানো মানে যুবরাজের পাশে দঁাড়ানো কিনাÑ জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহ‚তের্ সেটাই নিশ্চিত করছে।’ খাশোগি ইস্যুতে মাকির্ন সিনেট সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞার প্রস্তাব আনবে না বলে মনে করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা যে শত শত কোটি ডলার অজর্ন করছি, সেটা রাশিয়া ও চীনের কাছে চলে যাবে, লোকজন এ ধরনের পরামশর্ দেবে না বলে আমি সত্যি আশা করি।’ খাশোগি হত্যার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প মাকির্ন সিনেটের ব্যাপক চাপের মুখে রয়েছেন। নিজের দলের সিনেটররাও সৌদি যুবরাজকে অন্ধভাবে সমথর্ন না করার জন্য ট্রাম্পকে পরামশর্ দিয়েছেন।