বিরোধী ও শরিকের সঁাড়াশি আক্রমণে সংসদে চাপে বিজেপি

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
রাফায়েল যুদ্ধবিমান, রামমন্দিরসহ বিভিন্ন ইস্যুতে ভারতের বিজেপি সরকারকে বিরোধীদের প্রবল আক্রমণের মুখে বুধবার সকালে পালাের্মন্টের শীতকালীন অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। এদিন বিরোধীরা লোকসভায় সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভও দেখান। সংবাদসূত্র : জি-নিউজ। আজ আবার অধিবেশন বসবে। তবে আজও যে সুষ্ঠুভাবে কাজ চলবে, তার কোনো ইঙ্গিত মেলেনি। কারণ, বুধবার বিরোধীদের পক্ষ থেকে একাধিক নোটিশ জমা পড়েছে। তৃণমূল নোট বাতিল ইস্যুতে আলোচনা চায়। তারা রাজ্যসভায় নোটিশ দিয়েছে। রাফায়েল ইস্যুতে আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ দিয়েছেন কংগ্রেসের আনন্দ শমার্। আরজেডি আবার নোটিশ দিয়েছে সিবিআইয়ের অপব্যবহার ইস্যুতে। শুধু বিরোধীরা নয়, নোটিশ জমা পড়েছে সরকারের শরিকের পক্ষ থেকেও। ওই নোটিশ জমা দিয়েছে শিবসেনা। তারা আবার রামমন্দির ইস্যুতে আলোচনা চায়। তাই মুলতবি প্রস্তাব এনেছে তারা। ফলে শরিক ও বিরোধীদের সঁাড়াশি আক্রমণে কাযর্ত হাঁসফাঁস অবস্থা বিজেপির। এখন তারা এই পরিস্থিতি কীভাবে সামলানো যায়, সেই পথ খেঁাজার চেষ্টা চলছে। কারণ, লোকসভা নিবার্চনের আগে এটাই শেষ পূণার্ঙ্গ অধিবেশন। উল্লেখ্য, মঙ্গলবারই পঁাচ রাজ্যের ভোটের ফলে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে বিরোধীরা তাদের কোণঠাসা করছে।