তিন রাজ্যে মুখ্যমন্ত্রী নিবার্চনে অভিনব পন্থা রাহুলের

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
একাধিক দাবিদার থাকায় মুখ্যমন্ত্রী নিবার্চন করতে অভিনব পন্থা নিয়েছেন ভারতের কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। এ লক্ষ্যে দেশটির মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে তৃণমূল পযাের্য় পেঁৗছে গেছেন তিনি। সংবাদসূত্র : ওয়ান ইনডিয়া পদ্ধতিটি গণতান্ত্রিক এবং অনেকটা গোপন ব্যালটের মতো। গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে রাহুল গান্ধীর অডিও বাতার্ পেঁৗছে গেছে তিন রাজ্যের ২.৪ লাখ দলীয় কমীর্র কাছে। সেখানে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আপনারা কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চান। বলা হচ্ছে, সম্পূণর্ গোপন থাকবে। অডিও বাতার্য় শোনা যাচ্ছে, রাহুল গান্ধী তিন রাজ্যে দলীয় নেতৃত্বকে জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন। এর পরই তিনি গুরুত্বপূণর্ প্রশ্ন করেছেন, রাজ্যে কে হতে পারেন মুখ্যমন্ত্রী? একটি নামই জানতে চাওয়া হচ্ছে। একই সঙ্গে রাহুলের আশ্বাস, তিনিই একমাত্র জানবেন নাম। অন্য কেউ নয়। কংগ্রেস সূত্র জানিয়েছেন, তারা এটার জন্যই অপেক্ষা করছেন। এটাই নতুন কংগ্রেস। এবার কমীর্-সমথর্কদের কথা আগে শোনা হচ্ছে। উল্লেখ্য, কৌশলগত কারণেই কংগ্রেস কোনো রাজ্যেই ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রাথীর্র নাম ঘোষণা করেনি।