সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধে আবারও অথৈর্নতিক নিষেধাজ্ঞা যাযাদি ডেস্ক রাশিয়ার বিরুদ্ধে পুনরায় অথৈর্নতিক নিষেধাজ্ঞা আরও ছয় মাসের জন্য নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার ব্রাসেলসে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের ভাষ্য, ইউক্রেন সংকট সমাধানে মিনস্ক চুক্তি বাস্তবায়ন না হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা পুনরায় জারি হলো। ইইউয়ের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নেতারা রাশিয়ার বিরুদ্ধে অথৈর্নতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপে সম্মত হয়েছেন। রাশিয়া, জামাির্ন ও ফ্রান্সের নেতাদের মধ্যে ২০১৫ সালে বেলারুশে যুদ্ধবিরতি যুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ইউক্রেনের পূবার্ঞ্চলে সংঘষর্রত দেশটির সেনাবাহিনী ও রুশপন্থি অস্ত্রধারীরা নিজ নিজ অবস্থান থেকে ভারী অস্ত্র সরিয়ে নেবে এবং পরিপূণর্ভাবে যুদ্ধবিরত পালন করবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, এই চুক্তি আদৌ বাস্তবায়ন করেনি রাশিয়া। ২০১৪ সালের জুলাইয়ে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ইইউ। সংবাদসূত্র : ভয়েস অব আমেরিকা যুক্তরাষ্ট্রের কালো তালিকায় পাকিস্তানসহ ১২ দেশ যাযাদি ডেস্ক পাকিস্তান ও চীনসহ ১২টি দেশকে ধমীর্য় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে কালো তালিকায় (বø্যাকলিস্ট) ফেলেছে যুক্তরাষ্ট্র। মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে এই তালিকা প্রকাশ করেন। তবে পাকিস্তান মাকির্ন এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। ইরান, চীন ও রাশিয়াসহ ১২টি দেশকে ধমীর্য় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রয়েছে ইরান, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান, সুদান, তাজিকিস্তান, তুকের্মনিস্তান, উজবেকিস্তান, মিয়ানমার, কমোরোস, ইরিত্রিয়া ও সৌদি আরব। বিবৃতিতে পম্পেও আরও দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে ধমীর্য় স্বাধীনতার সুযোগ উন্মোচন করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূণর্ লক্ষ্য। তবে অভিযুক্ত দেশগুলোর দাবি, যুক্তরাষ্ট্রের এই রিপোটর্ ভুলভাবে করা হয়েছে এবং সম্পূণর্ পক্ষপাতের ভিত্তিতে করা হয়েছে। সংবাদসূত্র : এনডিটিভি, ইনডিয়ান এক্সপ্রেস। আসামে টসে বিজয়ী হলেন ছয় প্রাথীর্! যাযাদি ডেস্ক ‘হেড’ হলে জয়, আর ‘টেল’ হলে হার। কোনো খেলার মাঠ নয়, ভোটের ময়দানে যে এমন টস হতে পারে, সেকথা কেউ কোনোদিন শোনেনি। তবে এভাবেই ভোটে জয়ী হলেন ছয়জন প্রাথীর্। ভারতের আসামের গ্রাম পঞ্চায়েত নিবার্চনে ঘটেছে এমন ঘটনা। টসে জিতেই জয়ী ঘোষিত হয়েছেন কংগ্রেসের একজন। শুধু তিনি একাই নন। বাকি পঁাচ জনও একইভাবে নিবাির্চত হয়েছেন। স্বতন্ত্র ও কংগ্রেস প্রাথীর্ দু’জনেই ১২৫টি করে ভোট পেয়েছিলেন। এরপর টসের মাধ্যমে জয়ী প্রাথীের্ক বেছে নেয়া হয়। বৃহস্পতিবার হয় সেই টস। নিবার্চন কমিশনের এক কমর্কতার্ই টসের সিদ্ধান্ত নেন। কয়েন ব্যবহার করে টস হয়ে বিজয়ী হন কংগ্রেস প্রাথীর্। বাকিরাও প্রায় সমান সংখ্যক ভোট পাওয়ায় তাদের মধ্যেও টস করতে হয়। আর কোনো সমস্যা ছাড়াই টসের সেই জয় মেনে নিয়েছেন প্রাথীর্রা। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস গ্রিনল্যান্ডে বরফের নিচে আস্ত শহর! যাযাদি ডেস্ক গ্রিনল্যান্ডের বরফের নিচে আছে আস্ত একটা শহর, যা আয়তনে প্যারিস বা ওয়াশিংটন ডিসি, অথবা এর চেয়েও অনেক বড়। সম্প্রতি গ্রিনল্যান্ড নিয়ে এমনই এক বিস্ময়কর তথ্য তুলে ধরেছেন নাসার বিজ্ঞানীরা। কীভাবে এই তথ্য জানা গেল, সাধারণ মানুষের বোঝার জন্য খুব সহজ করে তার একটা ভিডিও ডকুমেন্টরি সম্প্রতি প্রকাশ করেছে নাসা। তবে প্রকৃত অথের্ প্যারিস বা ওয়াশিংটন ডিসির মতো শহরের উপস্থিতি গ্রিনল্যান্ডের বরফের নিচে নেই। আসলে বিশাল আকারের একটা গতর্ খুঁজে পেয়েছেন গবেষকরা। সেই গহŸর কতটা বিশাল, তা বোঝাতেই প্যারিস, ওয়াশিংটন শহরের তুলনা টেনেছে নাসা। গতির্টর গভীরতা এক হাজার ফুট, চওড়ায় ৩১ কিলোমিটার। আজ থেকে প্রায় ৩০ লাখ বছর আগে ৮০০ মিটার উচ্চতার কোনো উল্কাপিÐ এখানে এসে আছড়ে পড়ার ফলেই গতর্টার সৃষ্টি হয়েছে বলে অনুমান গবেষকদের। ২০১৫ সালে জুলাই মাসে ডেনমাকের্র ‘ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম’র একদল গবেষক প্রথম এই বিশালাকার গতির্ট দেখতে পান। বরফের নিচে ডুবে থাকা গ্রিনল্যান্ড দেখতে কেমন? তারই একটা মানচিত্র বানাচ্ছিলেন গবেষকদের ওই দলটি। তখনই হিয়াওয়াথা গেসিয়ারের নিচে এই বিরাট গতের্র সন্ধান পান। পরে নাসার বিজ্ঞানীদের সঙ্গে মিলিতভাবে গবেষণা চালিয়ে এই গতির্ট খুঁজে পান তারা। সংবাদসূত্র : ইনডিপেনডেন্ট ইউকে