শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
সেনা মোতায়েন

ন্যাটোকে সরাসরি হুঁশিয়ারি পুতিনের

ম ফিনল্যান্ড ও সুইডেনকেও সতর্ক করেছেন রুশ এই প্রেসিডেন্ট ম শপিং মলে চালানো ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার রাশিয়ার
যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০২২, ০০:০০
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর 'সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার' বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। পশ্চিমা দেশগুলোর সামরিক এই জোটটিকে ইউক্রেন সংঘাতের মাধ্যমে 'আধিপত্য' জোরদারের চেষ্টা করার জন্যও অভিযুক্ত করেছেন তিনি। একইসঙ্গে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ড ও সুইডেনকে সতর্কও করেছেন রুশ প্রেসিডেন্ট। সংবাদসূত্র : আল-জাজিরা, এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট বুধবার বলেছেন, সামরিক জোটে যোগদানের পরে ফিনল্যান্ড এবং সুইডেনে ন্যাটো যদি সেনা ও অবকাঠামো মোতায়েন কওে, তবে তিনি তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন।

এর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়ার প্রস্তাবে ভেটো তুলে নিয়ে সমর্থন দেয় তুরস্ক। প্রথমদিকে ওই দুই দেশের ন্যাটো জোটে যোগদানের বিরোধিতা করেছিল দেশটি। ন্যাটোর নিয়ম অনুযায়ী, নতুন কোনো সদস্য নিতে হলে জোটের সবগুলো দেশের সম্মতি থাকতে হয়। ফলে সুইডেন ও ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে জোটে যোগ দেওয়ার আগ্রহ জানালেও তুরস্কের আপত্তির কারণে তা আটকে যায়। গত মঙ্গলবার তুরস্ক সেই ভেটো তুলে নেয় এবং এর একদিন পরই নরডিক এই দেশ দুটির ন্যাটোতে যোগদান নিয়ে এই মন্তব্য করলেন পুতিন।

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে জোটে যোগদানের বিরোধী রাশিয়া। পশ্চিমা এই সামরিক জোট সম্প্রসারণ করতে চাইছে, এমন দাবি তুলে ইউক্রেনে আক্রমণ শুরু করেছিল রাশিয়া। কিন্তু মস্কোর সেই অভিযান উল্টো ফল দিতে শুরু করেছে। এতদিন নিরপেক্ষ দেশ হিসেবে থাকলেও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর এখন ন্যাটো জোটে যোগ দিতে আগ্রহী হয়ে উঠেছে সুইডেন ও ফিনল্যান্ড।

মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত রাষ্ট্র তুর্কমেনিস্তানে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনার পর রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন বলেন, 'ইউক্রেনের সঙ্গে আমাদের যে ধরনের সমস্যা রয়েছে, সে রকম সমস্যা সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে নেই। তারা ন্যাটোতে যোগ দিতে চায়, তাহলে এগিয়ে যাও।' তিনি আরও বলেন, 'কিন্তু তাদের অবশ্যই বুঝতে হবে যে, আগে যেখান থেকে কোনো হুমকি ছিল না, এখন যদি সেখানে সামরিক বাহিনী ও অবকাঠামো মোতায়েন করা হয়, তাহলে আমাদেরও যথাযথ প্রতিক্রিয়া জানাতে হবে এবং যে অঞ্চল থেকে আমাদের প্রতি হুমকি তৈরি করা হয়েছে তাদের জন্যও একই হুমকি সৃষ্টি করা হবে।'

পুতিনের ভাষায়, 'ন্যাটোর সদস্যপদ নিয়ে হেলসিঙ্কি ও স্টকহোমের সঙ্গে মস্কোর সম্পর্ক অনিবার্যভাবে খারাপ হবে।' প্রেসিডেন্ট পুতিন বলেন, 'আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল। কিন্তু এখন কিছু উত্তেজনা সৃষ্টি হবে, অবশ্যই সৃষ্টি হবে। আমাদের জন্য হুমকি সৃষ্টি হলে এটি (উত্তেজনা) অনিবার্য।'

এদিকে, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনবহুল শপিং মলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট পুতিন। তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, 'আমাদের সেনাবাহিনী কোনো বেসামরিক অবকাঠামোতে হামলা করে না। কোথায় কী আছে, তা জানার সব ক্ষমতা আমাদের আছে।'

ইউক্রেনের প্রশাসন

\হজানিয়েছে, সোমবারের ওই হামলায় ২০ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৫৯ জন। নিখোঁজের সংখ্যা এখনো স্পষ্ট নয়। একটি সূত্র বলছে, অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। প্রেসিডেন্টের দপ্তর সূত্রের খবর, সংখ্যাটা তার দ্বিগুণ। ৪০ জন তো হবেই। স্থানীয় শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা দিমিত্রো লুনিনের মতে, ৩৬ জনের খোঁজ মেলেনি। এখনো উদ্ধার কাজ চলছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রশাসনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে