শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্নেক আইল্যান্ড থেকে রুশ সেনা প্রত্যাহার

ম যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০২২, ০০:০০

ইউক্রেনের স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্নেক আইল্যান্ড থেকে রুশ সেনা প্রত্যাহারকে ইউক্রেনের কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের উপকূল থেকে ৪০ কিলোমিটারের কম দূরে অবস্থিত দ্বীপটি রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে তীব্র প্রতিরোধ লড়াই চালিয়েছিল। তবে শেষ পর্যন্ত দ্বীপটিকে রুশ বাহিনীর হাতে ছেড়ে দিতে বাধ্য হয় দ্বীপের সেনারা। সংবাদসূত্র : বিবিসি

সামরিক বিশেষজ্ঞ ওলেহ ঝদানভ গত মে মাসে বলেছিলেন, 'যদি রুশ সেনারা স্নেক আইল্যান্ড দখলে সফল হয় এবং তাদের দূরপালস্নার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে, তাহলে তারা কৃষ্ণ সাগরের উত্তর-পশ্চিম অংশ এবং ইউক্রেনের দক্ষিণে সমুদ্র, স্থল ও আকাশ নিয়ন্ত্রণ করবে।'

জাতিসংঘ যাতে ইউক্রেন থেকে নিরাপদে খাদ্য রপ্তানির ব্যবস্থা করতে পারে এবং দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম চালাতে পারে সেজন্য স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'মঙ্গল কামনার চিহ্ন হিসেবে রাশিয়ার সেনারা আজ (বৃহস্পতিবার) স্নেক আইল্যান্ডে কাজ শেষ করেছে এবং সেখানে অবস্থিত গ্যারিসন প্রত্যাহার করেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে