কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত বেসামরিক ব্যক্তি নিহত

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। রাজ্যের পুলওয়ামা জেলার সিরনু গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ চলাকালে এ ঘটনা ঘটে। শনিবার সকালের এই বন্দুকযুদ্ধে এক সেনা ও তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। সংবাদসূত্র : এনডিটিভি, দ্য হিন্দু পুলিশ জানিয়েছে, সিরনু গ্রামের একটি ফলের বাগানে তিন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছেÑ খবর পাওয়ার পর শনিবার ভোরে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায়। বিচ্ছিন্নতাবাদীরা গুলি ছোড়া শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন বিচ্ছিন্নতাবাদী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। গোলাগুলির মধ্যে পড়ে নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। এদের একজন হলে আবিদ হুসাইন। এমবিএ শেষ করা আবিদ এক মাস আগে তার ইন্দোনেশীয় স্ত্রীকে নিয়ে কাশ্মিরে এসেছিলেন। তার তিন মাসের এক সন্তানও রয়েছে। হতাহতের এই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। বিদ্রোহীদের সমথের্ন রাস্তায় নেমে আসে কয়েকশ জনতা। মিছিলে ভারতীয় শাসনের অবসানের দাবিতে ¯েøাগান দেয়া হয়। ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘষের্র সময় পাথর ছুড়ে মারেন বিক্ষোভকারীরা। জবাবে পুলিশ তাজা গুলি, ছররা গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে। এতে সাত বেসামরিক নিহত ও অন্তত ২২ জন আহত হন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে পঁাচজনের অবস্থা আশঙ্কাজনক। বড় ধরনের সহিংসতার আশঙ্কার পুলওয়ামা অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই পুলিশ কমর্কতার্ জানান, ভারতবিরোধী বিক্ষোভের সময় বেসামরিক নাগরিকরা নিহত হয়েছেন। উবায়েদ আহমেদ নামের স্থানীয় বাসিন্দা জানান, সংঘষের্র স্থান থেকে কিছুটা দূরে সঁাজোয়া যান থেকে সেনারা একদল মানুষকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রাস্তা অবরোধ করায় এক ব্যক্তিকে গুলি করে তারা। উল্খ্যে, সম্প্রতি কাশ্মিরে বিদ্রোহীদের প্রতি তরুণদের সমথর্ন বাড়ছে। প্রায়ই বিদ্রোহীদের সমথের্ন রাজপথে নামছে সেখানকার তরুণরা। একই সময়ে সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার হয়েছে। ২০১৮ সালে এখন পযর্ন্ত ২৩৮ জন বিদ্রোহী, সরকারি বাহিনীর ১৫০ জন ও ১৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২০০৯ সালের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হতাহতের সংখ্যা এটাই সবোর্চ্চ।