সীমান্তে শরণাথীর্ শিশুর মৃত্যুতে চাপের মুখে ট্রাম্প

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বাবার হাত ধরে মেক্সিকো সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের ঢুকেছিল গুয়াতেমালা থেকে আসা শিশুটি। আর সেখানে ধরা পড়েছিল মাকির্ন কাস্টমস অ্যান্ড বডার্র প্রোটেকশন অফিসারদের হাতে। আটক করে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার আট ঘণ্টার মধ্যে প্রচÐ জ্বরে আক্রান্ত হয় সাত বছরের বালকটি। এক পযাের্য় নিস্তেজ হয়ে পড়া শিশুটিকে নিয়ে এল পাসোর প্রাদেশিক হাসপাতালে রওনা দেয় মাকির্ন হেলিকপ্টার, কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তার। সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া গত ৬ ডিসেম্বরের ঘটনাটি প্রকাশ্যে আসায় সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন উঠছে মাকির্ন ডিটেনশন সেন্টারগুলোর পরিবেশ নিয়েও। এ অবস্থায় দুঃখপ্রকাশ করেছে মাকির্ন সীমান্তরক্ষী সংস্থা। শিশুটির ময়নাতদন্তের নিদের্শ দিয়েছে কতৃর্পক্ষ। কয়েকমাস ধরে মধ্য আমেরিকার দেশগুলো থেকে হাজারো শরণাথীর্ মাকির্ন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকো সীমান্তে ভিড় জমাচ্ছে। তাদের রুখতে কয়েক হাজার সেনা পাঠিয়েছেন ট্রাম্প। হুঙ্কার দিয়েছেন, বিক্ষোভকারী শরণাথীর্রা পাথর ছুড়লে সেনারা গুলি ছুড়বে। একদিন আগেই ট্রাম্প জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে দেয়াল তোলা দরকার।