বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওডেসায় অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার হামলা নিহত ১৯

যাযাদি ডেস্ক
  ০২ জুলাই ২০২২, ০০:০০

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। শুক্রবার ভোরের দিকে হামলার এ ঘটনা ঘটে। দেশটির আঞ্চলিক এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদসূত্র : আল-জাজিরা, রয়টার্স

কৃষ্ণ সাগরের কৌশলগত স্নেক আইল্যান্ড থেকে রুশ সেনা প্রত্যাহার করার এক দিন পরই এ হামলা চালানো হলো। যদিও ইউক্রেনের দাবি, তাদের বিতাড়িত করা হয়েছে।

ইউক্রেন দাবি করছে, কৃষ্ণসাগর তীরবর্তী ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় একটি ৯তলা অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। হামলার পরপর এতে শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানানো হয়। পরে ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক তার 'টেলিগ্রাম' চ্যানেলে বলেন, হামলার ফলে নিহতের সংখ্যা বেড়ে এখন ১৯ জনে দাঁড়িয়েছে।

এদিকে, একই অঞ্চলের একটি রিসোর্টে আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে ব্রাতচুক জানান। সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছে।

এর আগে গত এপ্রিলের শেষের দিকে ওডেসার একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছিল রাশিয়ার সামরিক বাহিনী। এতে সেসময় ৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন মা ও তার তিন মাস বয়সি শিশুও ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে