গ্যালাপ পাকিস্তান ও পালস কনসালট্যান্টের জরিপ

পাকিস্তানে পলাের্মন্ট নিবার্চনে এগিয়ে ইমরান, পিছিয়ে নওয়াজ

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ইমরান খান নওয়াজ শরিফ
যাযাদি ডেস্ক দুনীির্তর দায়ে সাজাপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পাটির্র জনপ্রিয়তা বহুলাংশে কমে গেছে। সেই তুলনায় ভোটারদের কাছে ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জনপ্রিয়তা বেড়েছে। দেশটির বড় প্রদেশগুলো পিএমএল-এন’র দখলে থাকলেও পিটিআই’র থেকে ভোটের ব্যবধান অনেক কমবে। সংবাদসূত্র : এক্সপ্রেস ট্রিবিউন, অ্যারাবিয়ান জানার্ল আসন্ন পালাের্মন্ট নিবার্চন নিয়ে এমন আভাস দিয়েছে ‘গ্যালাপ পাকিস্তান’ ও ‘পালস কনসালট্যান্ট’ জরিপ সংস্থা। পালস বলছে, নিবার্চনে জয়ী হবে ইমরানের দল। কিন্তু নওয়াজের দলকে এগিয়ে রেখেছে গ্যালাপ জরিপ। ১৩ থেকে ২৮ মে পযর্ন্ত তিন হাজার ১৬৩ জনের ওপর জরিপ চালিয়েছে পালস। আর ১ মে থেকে ৬ জুন পযর্ন্ত প্রায় তিন হাজার জনের ওপর জরিপ করেছে গ্যালাপ। ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ ও প্রাদেশিক নিবার্চন অনুষ্ঠিত হবে। গ্যালাপ ও পালস জরিপে বলা হচ্ছে, পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও সিন্ধু প্রদেশে ২০১৩ সালের নিবার্চনের মতো একই রাজনৈতিক দলের দখলে থাকবে। পাঞ্জাবে পিএমএল-এন, খাইবার পাখতুনখাওয়ায় পিটিআই ও সিন্ধু প্রদেশ পাকিস্তান পিপলস পাটির্র (পিপিপি) দখলে রয়েছে। বেলুচিস্তানে নিদর্লীয় ভোটাররাই ব্যবধান গড়ে দেবেন। পালস বলছে, বেলুচিস্তান দখলে নেবে নওয়াজের দল। আর গ্যালাপ বলছে, বেলুচিস্তানে জয়ী হবে জমিয়াত উলামায়ে ইসলাম (জেইউআই)। উভয় সংস্থার জরিপ বলছে, ২০১৭ সালের চেয়ে ইমরানের পিটিআই’ জনপ্রিয়তা সাত শতাংশ বেড়েছে। আর নওয়াজের পিএমএল-এন’র জনপ্রিয়তা কমেছে ৯ শতাংশ। নিবার্চনে ইমরান খান বিজয়ী হবে বলে আভাস দিচ্ছে পালস জরিপ। তাদের জরিপে দেখা গেছে, ৩০ শতাংশ ভোট পেয়ে নিবার্চনে জিতবে ইমরানের পিটিআই। পিএমএল-এন ২৭ শতাংশ, পিপিপি ১৭ ও জেইউআই ভোট পাবে চার শতাংশ। তবে, গ্যালাপ জরিপ বলছে, ২৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হবে নওয়াজের পিএমএল-এন। ২৫ শতাংশ ভোট পেয়ে তাদের গা ঘেঁষে থাকবে পিটিআই। পিপিপি ১৬ শতাংশ ও জেইউআই ভোট পাবে দুই শতাংশ। এদিকে, লন্ডনে চিকিৎসাধীন ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর পাশে থাকতে সেখানে অবস্থান করছেন নওয়াজ। মেয়ে ও দুই ছেলে হাসান নওয়াজ এবং হুসেইন নওয়াজ তার সঙ্গে আছেন। গত শুক্রবার ইসলামাবাদের আদালত দুনীির্তর মামলায় নওয়াজকে ১০, মরিয়মকে সাত ও জামাতা সাফদারকে এক বছরের কারাদÐ দেয়। কিন্তু দেশে ফেরার সুস্পষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি নওয়াজ। পরে সাংবাদিকদের মুখোমুখি হন মরিয়ম। তিনি বলেন, ‘বাবার সঙ্গে আগামী ১৩ জুলাই দেশে ফিরছি।’ লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ি নিয়ে দুনীির্তর অভিযোগে শুক্রবার নওয়াজকে এ সাজা দেয় আদালত। কারাদÐের পাশাপাশি নওয়াজকে আট মিলিয়ন পাউন্ড (প্রায় ৯০ কোটি রুপি) ও মেয়ে মরিয়মকে দুই মিলিয়ন পাউন্ড (প্রায় ২৩ কোটি রুপি) জরিমানা করা হয়েছে। তবে নওয়াজ তার বিরুদ্ধে আনা সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।