আবারও ক্ষিপ্ত হতে শুরু করেছেন ভারতের কৃষকরা

প্রকাশ | ০৩ জুলাই ২০২২, ০০:০০

যাযাদি ডেস্ক
আবারও ক্ষিপ্ত হতে শুরু করেছেন ভারতের কৃষকরা। নতুন করে আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। সংবাদসূত্র : বিবিসি কৃষকদের অভিযোগ উপেক্ষা করে ২০২০ সালে বিতর্কিত তিনটি কৃষি আইন পাস করেছিল নরেন্দ্র মোদির সরকার। সরকারের ওই পদক্ষেপে দেশজুড়ে কৃষক আন্দোলন শুরু হয়। দিলিস্নর সীমানায় শিবির স্থাপন করে বসে পড়েন কৃষকরা। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে, জলকামান চালিয়েছে। এক বছরের বেশি সময় ধরে দিলিস্নর সীমানায় লাগাতার আন্দোলন করেছেন তারা। এই সময়ের মধ্যে কয়েক ডজন কৃষকের মৃতু্য হয়েছে তীব্র গরম, ঠান্ডা ও কোভিডে। শেষ পর্যন্ত রাজ্য নির্বাচনের আগে ভোটারদের মন জয় করতে ২০২১ সালের নভেম্বরে ১৮০ ডিগ্রি ঘুরে আইন তিনটি বাতিলের ঘোষণা দেন মোদি। শুধু তাই নয়, তিনি বিল তিনটি পাসের জন্য করজোড়ে ক্ষমাও চেয়েছিলেন। কৃষকদের অভিযোগ, আইন বাতিলের ঘোষণা দেওয়ার সাত মাস পরও তাদের অন্যান্য দাবি-দাওয়া বাস্তবায়ন করেনি সরকার। তাই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে কৃষক নেতারা ৩ জুলাই বৈঠক ডেকেছেন। তারা বলেছেন, 'আমরা শুধু নেতাদের সময় ও স্থান ঘোষণার অপেক্ষায় আছি।'