শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাপান ১৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবদাহ

যাযাদি ডেস্ক
  ০৩ জুলাই ২০২২, ০০:০০

১৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবদাহের মুখে পড়েছে জাপান। ১৮৭৫ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখছে জাপান। এ রেকর্ড রাখা শুরু করার পর থেকে সবচেয়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ দেখল দেশটি।

তাপমাত্রার রেকর্ড রাখা শুরু করার পর থেকে টোকিওতে কখনো একটানা পাঁচ দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায়নি।

এদিকে, জাপানের আবহাওয়া অফিস বলছে, শুক্রবার গুনমা প্রিফেকচারের কিরিউ শহরের তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। একই সঙ্গে এবারই প্রথম জাপানের সর্বোচ্চ ছয়টি স্থানে ৪০ ডিগ্রির বেশি

তাপমাত্রা উঠেছে।

তাপমাত্রার এই অবস্থার মধ্যেই সরকারের তরফ থেকে বিদু্যতের ঘাটতি সম্পর্কে মানুষকে সতর্ক করা হচ্ছে। বিদু্যৎ অপচয় না করারও আহ্বান জানানো হচ্ছে। তারপরও হিটস্ট্রোক এড়াতে মানুষকে এয়ার কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জাপানে। সেই সঙ্গে এর তীব্রতাও বেড়েছে, হয়েছে দীর্ঘস্থায়ীও। শিল্প বিপস্নবের পর বিশ্বে এরই মধ্যে বৈশ্বিক তাপমাত্রা প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সব দেশের সরকারের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে এটি বাড়তেই থাকবে। সংবাদসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে