টানা বষের্ণ মুম্বাই শহর অচল

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক গত তিনদিন ধরে টানা বষের্ণ অচল হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। বৃষ্টির কারণে যোগাযোগ ব্যবস্থা একরকম ভেঙে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় সোমবার মুম্বাইয়ের স্কুল-কলেজগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। সংবাদসূত্র: এনডিটিভি ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে বৃষ্টিপাত রেকডর্ করা হয়েছে, তা এই মৌসুমের সবোর্চ্চ। আগামী শুক্রবার পযর্ন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। প্রবল বৃষ্টিপাতে অস্বচ্ছ দৃষ্টির কারণে দুঘর্টনা ঘটতে পারে আশঙ্কা প্রকাশ করে মুম্বাই পুলিশ সড়কে নিরাপদে যান চালানোর পরামশর্ দিয়েছে। বৃষ্টির কারণে রেলওয়ে লাইনগুলোতে পানিতে তলিয়ে গেছে। এ কারণে দূরপাল্লার ট্রেনগুলোর যাত্রা বিলম্বিত করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ট্রেন চলাচলও বিঘিœত হচ্ছে বলে জানিয়েছেন রেলের কমর্কতার্রা। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে রেল কতৃর্পক্ষ তাদের টুইটার পেজে প্রতিমুহ‚তের্ ট্রেন চলাচলের সবের্শষ সংবাদ দিচ্ছে। মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওদি এক টুইটার বাতার্য় বলেছেন, ‘প্রবল বষের্ণর পূবার্ভাস রয়েছে। প্রত্যেককে নিরাপদে থাকার পরামশর্ দেয়া হচ্ছে। প্রচÐ বৃষ্টিপাতে শিক্ষাথীের্দর নিরাপত্তার কথা বিবেচনায় মুম্বাই মেট্রোপলিটন এলাকায় পূবর্ সতকর্তা হিসেবে স্কুল-কলেজগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।