ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়েছে

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সিরিয়া যাযাদি ডেস্ক সিরিয়ার ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ একটি ইসরাইলি বিমানকে আঘাত করার পাশাপাশি একটি বিমান ঘঁাটি লক্ষ করে ছোড়া ইসরাইলি কয়েকটি ক্ষেপণাস্ত্র ভ‚পাতিত করেছে বলে দাবি সিরিয়ার। রোববার রাতে হোমস প্রদেশের টিফোর বিমানঘঁাটি লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্ দেশটির রাষ্ট্রীয় বাতার্ সংস্থা ‘সানা’ জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্র হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, শুধু কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার এক সামরিক কমর্কতার্ বলেন, ‘আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইসরাইলের একটি আগ্রাসন রুখে দিয়েছে, টি-ফোর বিমানবন্দরকে লক্ষ করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভ‚পাতিত করেছে।’ সাত বছর ধরে চলা গৃহযুদ্ধের ?সূত্রে প্রতিবেশী সিরিয়ায় ‘শত্রæ দেশ’ ইরানের প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ইসরাইল। সম্প্রতি সিরিয়ার গৃহযুদ্ধে মিত্র ইরান, রাশিয়া ও অন্যান্য বাহিনীগুলোর সহায়তায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একের পর এক সাফল্য পাওয়ায় শঙ্কিত হয়ে উঠেছে ইহুদি রাষ্ট্রটি। সিরিয়ার সরকারি বাহিনী ও মিত্র বাহিনীগুলো ইসরাইল অধিকৃত গোলান মালভ‚মি সংলগ্ন সিরীয় প্রদেশগুলোতে অভিযান শুরু করে সাফল্য পেয়েছে। এই অভিযান শুরুর পর থেকেই সতকর্ তেল আবিব।