‘দেশবাসীকে ভুল বুঝিয়েছেন রাহুল’

রাফায়েল নিয়ে আজ ৭০ সংবাদ সম্মেলন করবে বিজেপি

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বিজেপি সভাপতি অমিত শাহ
রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত ভারতের সুপ্রিম কোটের্র রায়ে ‘ব্যাকরণের ভুল’ হতে পারে। তা নিয়ে সরকারের অস্বস্তি কাটাতে রায় সংশোধনের আবেদন হতে পারে। কিন্তু পঁাচ রাজ্যে ভোটে বিপযের্য়র ক্ষত সারাতে এই রাফায়েলকেই অস্ত্র করছে বিজেপি। সেই অস্ত্রে আরও ধার দিতে এবার একদিনে ৭০টি সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে বিজেপি। রাফায়েল নিয়ে রাহুল গান্ধী ‘ষড়যন্ত্র’ করেছেন বলে প্রচার করা হবে, ওই সংবাদ সম্মেলনগুলোতে। সংবাদসূত্র : এবিপি নিউজ ভারতে পঁাচ রাজ্যে বিধানসভার ভোটে কংগ্রেসের সাফল্য তুলে ধরতে এবং রাফায়েল নিয়ে মোদি সরকারকে কোণঠাসা করতে কংগ্রেস ১০০টি সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিল। সেজন্য সারা ভারতে ৫০ জনকে বাছাই করা হয়েছিল। কিন্তু সেটা এক দিনে ছিল না। কিন্তু রাফায়েল নিয়ে সুপ্রিম কোটের্র রায় সামনে আসতেই এবার বিজেপি একদিনে ৭০টি সংবাদ সম্মেলন করার ঘোষণা করেছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, রাফায়েল নিয়ে রাহুলকে পাল্টা চাপে ফেলতে আজ (সোমবার) ভারতের বিভিন্ন শহরে এই সংবাদ সম্মেলন করবেন দলের নেতা-মন্ত্রী-এমপিরা। তারা বোঝানোর চেষ্টা করবেন, রাফায়েল নিয়ে মোদির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করেছেন রাহুল। রাজনৈতিক ফায়দা তুলতে মানুষকে ভুল বুঝিয়েছে কংগ্রেস। গত শুক্রবার ভারতের সুপ্রিম কোটর্ রায় দেয়, রাফায়েল চুক্তিতে কোনো অসঙ্গতি নেই। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, দাম নিধার্রণ বা অফসেট পাটর্নার ঠিক করাÑ কোনো কিছুর মধ্যেই ভুলত্রæটি খুঁজে পায়নি সুপ্রিম কোটর্। এরপরই এ নিয়ে আসরে নামে বিজেপি শীষর্ নেতৃত্ব। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহও সংবাদ সম্মেলেন করে রাহুলকে পাল্টা আক্রমণ করতে থাকেন। কিন্তু রায় ঘিরে বিতকর্ তৈরি হওয়ার পর নতুন করে আসরে নামেন রাহুলও।