ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভ‚পেশ বাঘেল ঘোষণা কংগ্রেসের

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পঁাচ দিনের টানাপড়েনের পর অবশেষে ভারতের ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি ভ‚পেশ বাঘেল। সোমবার এমন ঘোষণা করেছেন কংগ্রেস নেতা মল্লিকাজুর্ন খাড়্গে। আর শপথগ্রহণ আজ। সংবাদসূত্র : এবিপি নিউজ মধ্য প্রদেশ-রাজস্থানের জট কাটার পর শনিবারই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু দিনভর দফায় দফায় ঝাড়খÐের নবনিবাির্চত বিধায়ক এবং মুখ্যমন্ত্রীর দাবিদার চার জনের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। চার জনের সঙ্গে নিয়ে একটি ছবি টুইট করেন রাহুল। কিন্তু জট কাটানো সম্ভব হয়নি। এরপর রোববার রায়পুরে রাজীব ভবনে বৈঠকে বসেন নবনিবাির্চত বিধায়করা। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতা হিসেবে নিবাির্চত হন বাঘেল। বাঘেলের সঙ্গেই দৌড়ে ছিলেন অনুরাগ সিংদেও, চরণদাস মহন্ত ও তাম্রধ্বজ সাহু। কিন্তু শেষ পযর্ন্ত প্রদেশ সভাপতি তথা ওবিসি নেতা ভ‚পেশ বাঘেলকেই বেছে নেয় কংগ্রেস। দলের প্রতিক‚ল পরিস্থিতিতে মাঠপযাের্য়র কমীের্দর সঙ্গে মিশে এবং উজ্জীবিত করে যেভাবে তিনি দলকে টেনে তুলেছেন।