পরমাণু চুক্তি বাঁচাতে রাশিয়া জাতিসংঘে প্রস্তাব তুলল

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোসের্স’ (আইএনএফ) চুক্তি রক্ষার লক্ষ্য নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাবের খসড়া জমা দিয়েছে রাশিয়া। গত ২০ অক্টোবর মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। সংবাদসূত্র : পাসর্ টুডে, রয়টাসর্ খসড়া প্রস্তাব জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনের মুখপাত্র ফয়োদর স্ট্রঝিঝোভস্কি। তিনি এক বিবৃতিতে বলেন, ‘একতরফাভাবে যুক্তরাষ্ট্র এ চুক্তি বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে এর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে চুক্তি রক্ষার লক্ষ্য নিয়ে রাশিয়া ফেডারেশন জাতিসংঘ সাধারণ পরিষদে গত ১৪ ডিসেম্বর একটি খসড়া প্রস্তাব জমা দেয়। এতে বলা হয়েছে, চুক্তির কাঠামোর ভেতরে থেকে সব পক্ষকে তাদের দায়িত্ব পালন করতে হবে।’ রুশ ক‚টনীতিক আরও বলেন, রাশিয়া ফেডারেশন আইএনএফ চুক্তি রক্ষার বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। এ চুক্তি বাতিল করলে গণবিধ্বংসী অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়ে আন্তজাির্তক পন্থাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ১৯৮৬ সালে সোভিয়েত নেতা মিখাইল গভাের্চভ ও মাকির্ন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মধ্যে চুক্তিটি সই হয়।