পদত্যাগ করছেন মাকির্ন স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিনকে
চলতি বছরের শেষে পদত্যাগ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিনকে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার এক টুইটার বাতার্য় ট্রাম্প রায়ান জিনকেকে তার সেবার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দায়িত্ব পালনকালে জিনকের বেশ কিছু অজর্ন রয়েছে।’ ট্রাম্প জানান, আগামী সপ্তাহে রায়ান জিনকের স্থলে অন্য কাউকে নিয়োগ দেবেন তিনি। ‘পলিটিকো’ নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জিনকে নেভি সিলের সাবেক কমর্কতার্ ও মনটানার সাবেক কংগ্রেসম্যান ছিলেন। তার বিরুদ্ধে নৈতিক স্খলনের বেশ কিছু অভিযোগ উঠেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, মনটানায় একটি ভ‚মিচুক্তি ও তেল সেবাদানকারী প্রতিষ্ঠান ‘হ্যালিবাটর্ন’র চেয়ারম্যান সংক্রান্ত। সংবাদসূত্র : বিবিসি