কয়লাখনিতে দুঘর্টনায় চীনে নিহত ৭

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কয়লাখনিতে দুঘর্টনায় সাত কমীর্ নিহত হয়েছেন। শনিবার বিকালে শংছি শহরের ফেংচুন কয়লাখনির ভ‚গভর্স্থ পরিবহন দুঘর্টনায় আরও তিন কমীর্ আহত হয়েছেন। দুঘর্টনার পর খনি কতৃর্পক্ষ শংছি অ্যানাজির্ গ্রæপ তাদের সব কয়লাখনির কাযর্ক্রম স্থগিত রেখেছে বলে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে। খনিগুলোর নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের জন্য চীনের কয়লাখনি নিরাপত্তা নজরদারি কতৃর্পক্ষ অক্টোবর থেকে জুন পযর্ন্ত পরিদশের্নর কাযর্ক্রম শুরু করেছে। অক্টোবরে শানডং প্রদেশের একটি কয়লাখনিতে দুঘর্টনায় আট ব্যক্তি নিহত হওয়ার পর এই পরিদশর্ন শুরু করা হয়। এই পরিদশর্নকালে নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার জন্য ৪১টি কয়লা খনির কাযর্ক্রম স্থগিত রাখার নিদের্শ দিয়েছিল কতৃর্পক্ষ। সংবাদসূত্র : রয়টাসর্, সিনহুয়া