পরমাণু নিরস্ত্রীকরণ বন্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পরমাণু নিরস্ত্রীকরণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। সোমবার ট্রাম্প প্রশাসন নতুন করে দেশটির তিন শীষর্ কমর্কতার্র ওপর নিষেধাজ্ঞা আরোপের পরপরই পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সংবাদসূত্র : রয়টাসর্ উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ওই বিবৃতিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়। একইসঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের অভিযোগ তুলেছে দেশটি। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত একটি খসড়া প্রতিবেদন প্রকাশের পর উত্তর কোরিয়ার তিন কমর্কতার্র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। আর এতেই ক্ষুব্ধ হয় পিয়ংইয়ং। এর আগে চলতি মাসের গোড়ার দিকে কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও শান্তি বজায় রাখার ব্যাপারে নিজেদের জোরালো অবস্থানের কথা পুনব্যর্ক্ত করে উত্তর কোরিয়া। বেইজিং সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিং ইয়ং হো দাবি করেন, এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতেই পিয়ংইয়ংয়ের অবস্থান অপরিবতির্ত রয়েছে। উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অথৈর্নতিক ও ক‚টনৈতিক সহযোগী হচ্ছে চীন। গত বছর থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পকোর্ন্নয়ন হয়েছে তাদের। চলতি বছরের জুনের সিঙ্গাপুরে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সেখানে পরমাণু নিরস্ত্রীকরণের ওপর জোর দেওয়া হয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উত্তর কোরিয়ার শীষর্ কমর্কতাের্দর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। যাদের মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের একজন শীষর্ উপদেষ্টাও আছেন। অন্য দুইজন হলেন স্টেট সেক্রেটারি মিনিস্টার কিয়ং থায়েক জং এবং প্রচার ও তথ্য অধিদপ্তরের প্রধান কেওয়াং হো পাকর্। এ তিনজনের ওপর নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরমাণু কূটনীতির যোগসূত্রের সম্ভাবনা ছিল।