সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
গুগলে ‘ভিখারি’ লিখলেই ইমরানের ছবি! যাযাদি ডেস্ক কিছুদিন আগে জনপ্রিয় সাচর্ ইঞ্জিন গুগলে ইংরেজিতে ‘ইডিয়ট’ লিখে সাচর্ করলেই চলে আসত মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। এটা নিয়ে ট্রলের পাশাপাশি বিতকের্র ঝড় ওঠে। এবার গুগলে উদুের্ত ‘ভিখারি’ (বেগার) লিখলেই ভেসে উঠেছে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। এ বিষয়টি গত কয়েকদিনে ইন্টারনেটে ব্যাপকভাবে ট্রল হয়েছে। জানা গেছে, সম্প্রতি পাকিস্তানের একটি চ্যানেলে ইমরান খানের একটি খবর সম্প্রচারের সময় ওপর লেখা ছিল ‘বেগিং’। আসলে ‘ব্রেকিং’ লেখার বদলে চালিয়ে দেয়া হয় ওই লেখাটি। সংবাদসূত্র: পাকিস্তান টুডে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসছে তালেবান যাযাদি ডেস্ক টানা ১৭ বছরের আফগান যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান। সংযুক্ত আরব আমিরাতে মাকির্ন কমর্কতাের্দর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আলোচনার ব্যাপারে নিশ্চিত করে বলেন, বৈঠকে সৌদি আরব, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও অংশ নেবেন। এর আগে চলতি মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগান শান্তি প্রচেষ্টায় সমথের্নর ঘোষণা দেয় পাকিস্তান। সংবাদসূত্র: রয়টাসর্, আল-জাজিরা সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৯ যাযাদি ডেস্ক সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর আফ্রিনে একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। তুরস্ক সমথির্ত সিরীয় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শহরটির একটি সবজি বাজারের পাশে পাকর্ করা গাড়িতে বোমাটি বিস্ফোরিত হয়। এর মাত্র দুই দিন আগে তুরস্ক সমথির্ত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা তুকির্ সীমান্তবতীর্ শহর আজাজ, রে ও আল বাবের ব্যস্ত বেসামরিক এলাকায়ও একই ধরনের বিস্ফোরণ ঘটানো হয়। সংবাদসূত্র: বিবিসি জাপানে বারে বিস্ফোরণে আহত ৪০ যাযাদি ডেস্ক জাপানের উত্তরঞ্চলীয় সাপোরোয় একটি বারে বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। সোমবার এই বিস্ফোরণটি ঘটে। তবে কী থেকে বিস্ফোরণটি মূলত ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণে কয়েকটি ভবন ধসে পড়েছে। পুলিশ এবং দমকলকমীর্রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আশপাশের মানুষকে আরও বিস্ফোরণ ঘটতে পারে বলে সতকর্ করছে। সংবাদসূত্র: রয়টাসর্ বিয়ের আমন্ত্রণপত্রে রসায়নের ঝঁাঝ! যাযাদি ডেস্ক সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে একটি বিয়ের আমন্ত্রণের বিশেষত্ব নজর কেড়েছে নেট দুনিয়ায়। নববিবাহিত এক দম্পতি তাদের বিয়ের আমন্ত্রণপত্রে অভিনবত্ব এনেছেন। বিয়ের চিঠিজুড়ে শুধুই রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি। জানা গেছে, গত ১৪ ডিসেম্বর কেরালার তিরুবনপুরমে বিয়ে করেন সূযর্ ও ভিথুন নামের দুই তরুণ-তরুণী। বিয়ের আমন্ত্রণপত্রে তাদের চিহ্নিত করা হয়েছে দুটি পরমাণু রূপে। দুইজনের নামের আদ্যক্ষর দিয়ে পরমাণুদের নাম দেয়া হয়েছে ‘এসএ’ ও ‘ভিএন’। তাদের বিয়ে হওয়ার স্থানকে উল্লেখ করা হয়েছে ‘ল্যাবরেটরি’ বলে। বিয়ের দিনকে লেখা হয়েছে ‘রিঅ্যাকশন অন’।