ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পালাের্মন্টে ভোট জানুয়ারিতে

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট চুক্তি নিয়ে মধ্য জানুয়ারিতে পালাের্মন্টে ভোট হবে বলে ঘোষণা করেছেন। পালাের্মন্টে এক ঘোষণায় তিনি বলেন, ১৪ জানুয়ারিতে শুরু হওয়া সপ্তাহেই এমপিরা ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটাভুটি করবেন। সংবাদসূত্র : বিবিসি এ ভোট গত সপ্তাহে হওয়ার কথা থাকলেও মে তা পিছিয়ে দিয়েছিলেন। ভোটাভুটিতে ব্রেক্সিট চুক্তিটি পাস না হওয়ার আশঙ্কার কারণেই মে ওই পদক্ষেপ নিয়েছিলেন। এতে করে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পরিকল্পনা আরো অনিশ্চয়তায় মধ্যে পড়ে। এরপর প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট চুক্তি নিয়ে আশঙ্কার জায়গাগুলো ইইউর কাছ থেকে আরো স্পষ্ট করে জানার চেষ্টা নেন। এরপরই ফের ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ পালাের্মন্টে ভোটের নতুন তারিখ ঘোষণা করলেন তিনি। সে সঙ্গে মে সবাইকে একথা বলেও আশ্বস্ত করেন যে, আইরিশ সীমান্ত নিয়ে যুক্তরাজ্যের যে আশঙ্কা ছিল তা ইইউ দূর করেছে। হাউস অব কমন্সের এক বিবৃতিতে মে বলেন, পালাের্মন্টে ভোট হওয়ার আগে ৭ জানুয়ারি থেকে এমপিরা ব্রেক্সিট চুক্তি নিয়ে বিতকর্ শুরু করবেন। এরপরই পরবতীর্ সপ্তাহে ভোট হবে। যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার আর মাত্র ১৪ সপ্তাহের কিছু বেশি সময় বাকি। ফলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে বলে পালাের্মন্টের অনেক সদস্যই চিন্তিত সেটি জানেন উল্লেখ করে মে বলেন, গত সপ্তাহে ইইউ সম্মেলনে গিয়ে তিনি ব্রেক্সিট চুক্তির বিতকির্ত বিষয়গুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে নতুন করে আশ্বাস এবং নিশ্চয়তা পেয়েছেন।