ইয়েমেন যুদ্ধবিরতি ভাঙল কয়েক মিনিটেই

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ইয়েমেনে একটি যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়েছে বলে অভিযোগটি জানিয়েছেন ইয়েমেনের সৌদি সমথির্ত নিবাির্সত সরকারপন্থি এক কমর্কতার্। স্থানীয় সময় মধ্যরাতের পর মঙ্গলবার থেকে যুদ্ধরত পক্ষগুলো বন্দর শহর হুদায়দাহে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছিল। কিন্তু সেখানে হুতি বিদ্রোহী ও সরকারপন্থি বাহিনীর মধ্যে এখনো বিক্ষিপ্ত সংঘষর্ চলছে। সংবাদসূত্র : বিবিসি এই বন্দর দিয়েই যুদ্ধের কারণে প্রায় দুভিের্ক্ষর প্রান্তে পৌঁছে যাওয়া ইয়েমেনে জরুরি মানবিক ত্রাণ সরবরাহ প্রবেশ করে। হুদায়দাহের পূবার্ংশে অবস্থানরত সরকারি বাহিনীগুলোর ওপর বিদ্রোহীরা গোলাবষর্ণ করছে এমন অভিযোগ পাওয়া গেছে। দু’পক্ষের মধ্যে সংঘষর্ চলছে বলে জানিয়েছেন সরকারপন্থি এক কমর্কতার্। জাতিসংঘের উদ্যোগে সুইডেনে অনুষ্ঠিত শান্তি আলোচনায় বৃহস্পতিবার উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এটি প্রায় চার বছর ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধ শেষ হওয়ার ‘শুরুর মুহ‚তর্’ হতে পারে বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু পরদিন শুক্রবার বিমান হামলা ও তীব্র লড়াইয়ের খবর আসার পর যুদ্ধবিরতি পিছিয়ে যায়।