গাজায় ইসরাইলি বিমান হামলা :১৫ জন নিহত

প্রকাশ | ০৭ আগস্ট ২০২২, ০০:০০

যাযাদি ডেস্ক
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় এই উত্তাপ ছড়িয়েছে। এই বিমান হামলার পর ইসরাইল লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে ইসলামিক জিহাদ। শনিবার গাজায় ইসরাইলি বিমান হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায় -রয়টার্স
গাজায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি এক সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ কমান্ডারসহ অন্তত ১৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সি একটি মেয়েও আছে। ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, কয়েকদিন আগে ইসলামিক জিহাদের (পিআইজে) এক সদস্যকে গ্রেপ্তারের পর ফিলিস্তিনি ওই সশস্ত্র গোষ্ঠীটির 'তাৎক্ষণিক হুমকির' পর এই অভিযান চালানো হয়েছে। সংবাদসূত্র : বিবিসি এদিকে, অভিযানের প্রাথমিক প্রতিক্রিয়ায় পিআইজে ইসরাইলি ভূখন্ড লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে, যার বেশিরভাগই দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রতিহত করেছে। কিন্তু ইসরাইলের বেশ কয়েকটি শহরে সারা রাত সতর্কতামূলক সাইরেন শোনা গেছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গাজার জঙ্গিদের বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে ফের রকেট হামলা শুরু করে এবং তা সকাল পর্যন্ত অব্যাহত ছিল। টেলিভিশনে দেওয়া ভাষণে ইয়ার লাপিদ বলেন, 'তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় সুনির্দিষ্ট লক্ষ্যে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে ইসরাইল।' আইডিএফ বলেছে, তাদের হামলা হয়েছে পিআইজে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে। এর মধ্যে গাজার বহুতল ফিলিস্তিন টাওয়ারও আছে। হামলায় বিকট শব্দের পর ভবনটি থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে।