সামরিক মহড়া

সাগরে 'ইঁদুর-বিড়াল' খেলায় মাতল চীন-তাইওয়ান

তাইওয়ান প্রণালিতে একে অপরের ওপর চোখ রেখে বিচরণ দুই পক্ষের

প্রকাশ | ০৮ আগস্ট ২০২২, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর স্বশাসিত দ্বীপটির চারপাশে চীনের চার দিনের নজিরবিহীন সামরিক মহড়া শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে চীন ও তাইওয়ানের যুদ্ধজাহাজগুলোকে সমুদ্রে 'ইঁদুর বিড়াল' খেলতে দেখা গেছে। গত সপ্তাহে তাইওয়ানে পেলোসির সফর চীনকে ভয়াবহ ক্ষুব্ধ করেছে, এর পাল্টায় তাদের পরীক্ষামূলকভাবে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো স্বশাসিত দ্বীপটির রাজধানীর ওপর দিয়ে উড়ে গেছে। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি রোববার চীনের মহড়ার মধ্যেই বেইজিং ও তাইওয়ান প্রত্যেকের ১০টির মতো করে যুদ্ধজাহাজকে অপর পক্ষের জাহাজগুলোর খুব কাছ দিয়ে তাইওয়ান প্রণালিতে ঘুরে বেড়াতে দেখা গেছে; একাধিক চীনা নৌযান প্রণালিটির মধ্যরেখাও অতিক্রম করেছে। স্বশাসিত দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, চীনের কয়েকটি সামরিক জাহাজ, বিমান ও ড্রোন তাইওয়ান ও এর নৌবাহিনীর ওপর 'আক্রমণের অনুরূপ' মহড়া চালিয়েছে। এর 'যথোপযুক্ত' প্রতিক্রিয়া জানাতে তাইপেও বিমান ও জাহাজ পাঠিয়েছে। বিশ্লেষকরা একে অপরের ওপর চোখ রাখার মতো ঘটনা বলছেন। শনিবারের মতো রোববারও চীনা বাহিনীগুলোকে তাইওয়ান প্রণালিতে দুই পক্ষকে ভাগ করা অনানুষ্ঠানিক মধ্যরেখায় 'ব্যাপক চাপ' সৃষ্টি করতে দেখা গেলেও তাইওয়ান মূলত চীনা জাহাজগুলোর ওপর কড়া নজরদারিরই মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেখানে যেখানে পেরেছে তারা চীনাদের মধ্যরেখা অতিক্রম করতে বাধাও দিয়েছে। তবে দুই পক্ষই সংযম দেখিয়েছে। এক পক্ষ মধ্যরেখা অতিক্রমের চেষ্টা করেছিল, অন্য পক্ষে তাদের পথে দাঁড়িয়ে তাদের তুলনামূলক অসুবিধাজনক অবস্থানে ঠেলে দেয়, যার ফলশ্রম্নতিতে তাদের অন্য পাশে চলে যেতে হয়। তাইওয়ান জানিয়েছে, তারা তাদের উপকূল-ভিত্তিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে। পেলোসির সফরের পর ক্ষিপ্ত চীন তাইওয়ানের আশপাশে যে মহড়া চালাচ্ছে তা বৃহস্পতিবার শুরু হয়; রোববার তা শেষ হওয়ার কথা। শনিবার চীনের সামরিক বাহিনী জানিয়েছিল, তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও পূর্বে তাদের যৌথ মহড়ায় স্থলে হামলা ও সমুদ্রে আক্রমণের সক্ষমতা ওপর জোর দেওয়া হয়েছে। চীনের তাইওয়ান হামলার মহড়া দায়িত্বজ্ঞানহীন : যুক্তরাষ্ট্র চীন তাইওয়ানে হামলা চালানোর মহড়া চালিয়েছে বলে অভিযোগ করেছে ভূখন্ডটি। আর এরপরই 'উসকানিমূলক' এবং 'দায়িত্বজ্ঞানহীন' পদক্ষেপের জন্য বেইজিংকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বেইজিং তাইওয়ানের 'স্থিতাবস্থা পরিবর্তন করার' চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। তিনি বলেন, 'তাইওয়ান প্রণালিতে আমাদের দীর্ঘদিনের অবস্থান শান্তি ও স্থিতিশীলতার জন্যও এসব পদক্ষেপ বেমানান।' চীন অভিযোগ করে আসছে, পেলোসির সফর তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতর হুমকির মুখে ফেলেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনা জাহাজ এবং যুদ্ধবিমানগুলো শনিবার তাইওয়ান প্রণালিতে সামরিক হামলার মিশন চালিয়েছে। এর মধ্যে কিছু যুদ্ধবিমান আবার (তাইওয়ান প্রণালির) মধ্যরেখা অতিক্রম করেছে। মূলত এই প্রণালি একটি অনানুষ্ঠানিক বাফার, যা দুই পক্ষকে পৃথক করেছে। উলেস্নখ্য, তাইওয়ান ইসু্যতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালির পূর্বে চীনা মূল ভূখন্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।