যুক্তরাষ্ট্রের সিনেটে স্বাস্থ্যসেবা, জলবায়ু বিল পাস

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ০০:০০

ম যাযাদি ডেস্ক
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্রেট পার্টি প্রস্তাবিত ঐতিহাসিক ৭৫ হাজার কোটি ডলারের স্বাস্থ্যসেবা, কর ও জলবায়ু বিল পাস হয়েছে। রোববার বিকালে সিনেটে ৫১-৫০ ভোটে পাস হয়েছে বিলটি। জলবায়ু খাতে এ বিলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন পেয়েছে। সংবাদসূত্র : সিএনএন বিলের পক্ষে ও বিপক্ষে ৫০টি করে ভোট পড়ায় শেষ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের 'টাইব্রেকিং' ভোটে অচলাবস্থার অবসান হয়। চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে দিয়ে এই বিল পাসকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দলের জন্য বড় জয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যাবে। বিল অনুমোদনে শুক্রবার সেখানে ভোট হতে পারে। প্রতিনিধি পরিষদে বিল পাস হলে তারপর প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য সেটি হোয়াইট হাউসে পাঠানো হবে।