শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
অস্ত্রপ্রদর্শনী অনুষ্ঠান

রাশিয়ার অস্ত্র প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে অনেক উন্নত :পুতিন

'এশিয়া-প্যাসিফিকেও ন্যাটোর মতো ব্যবস্থা চায় পশ্চিমারা'
ম যাযাদি ডেস্ক
  ১৭ আগস্ট ২০২২, ০০:০০
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন

রাশিয়া বিশ্বব্যাপী মিত্রদের কাছে উন্নত অস্ত্র বিক্রি করতে এবং সামরিক প্রযুক্তির উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার অত্যাধুনিক ও সর্বশেষ অস্ত্রগুলো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় অনেক উন্নত। সোমবার মস্কোর বাইরে অস্ত্র প্রদর্শনীর একটি অনুষ্ঠানে পুতিন এসব কথা বলেন। সংবাদসূত্র : রয়টার্স, আল-জাজিরা, বিবিসি

ইউক্রেনে প্রায় ছয় মাস ধরে সামরিক অভিযান চললেও দেশটির দু'টি বৃহত্তম শহর থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ বাহিনী। এমনকি তীব্র আক্রমণ চালিয়েও ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সাফল্য বেশ ধীরগতিতেই আসছে। এরপরও মস্কোর বাইরে একটি অস্ত্র প্রদর্শনীতে ভাষণ দেওয়ার সময় পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়ার অস্ত্র প্রতিদ্বন্দ্বী দেশগুলোর হাতে থাকা অস্ত্রের তুলনায় অনেক উন্নত। এমনকি প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় রুশ অস্ত্র কয়েক বছর এগিয়ে আছে।

সোমবারের ওই অস্ত্র প্রদর্শনীতে প্রেসিডেন্ট পুতিন বলেন, 'লাতিন আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গে দৃঢ় সম্পর্ক প্রত্যাশা করে রাশিয়া। একইসঙ্গে মস্কোর অংশীদার এবং মিত্রদের সবচেয়ে আধুনিক ধরনের অস্ত্র দিতেও প্রস্তুত আমরা।' তিনি আরও বলেন, 'মিত্রদের সরবরাহ করতে চাওয়া এসব সমরাস্ত্রের মধ্যে ছোট অস্ত্র থেকে শুরু করে সাঁজোয়া যান এবং কামান, যুদ্ধবিমান এবং মনুষ্যবিহীন আকাশযান রয়েছে। এসব অস্ত্রের প্রায় সবগুলোই বাস্তব যুদ্ধ ও অভিযানে একাধিকবার ব্যবহার করা হয়েছে।'

প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া নতুন মডেল এবং সিস্টেম অফার করতে পারে- 'আমরা উচ্চ-নির্ভুল অস্ত্র এবং রোবোটিক্স সম্পর্কে কথা বলছি, নতুন শারীরিক নীতির ওপর ভিত্তি করে যুদ্ধ ব্যবস্থা সম্পর্কে কথা বলছি। এসব অস্ত্রের মধ্যে অনেকগুলো আবার তাদের বিদেশি সমকক্ষদের হাতে থাকা অস্ত্র থেকে কয়েক বছর বা কয়েক দশক পর্যন্ত এগিয়ে। এমনকি কৌশলগত এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যের দিক থেকে রাশিয়ার এসব অস্ত্র অন্য দেশগুলোর চেয়ে উলেস্নখযোগ্যভাবে উঁচুতে রয়েছে।'

'এশিয়া-প্যাসিফিকেও ন্যাটোর

মতো ব্যবস্থা চায় পশ্চিমারা'

এদিকে, মঙ্গলবার মস্কোয় আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া স্বাগত ভাষণে পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো চায়, এশিয়া-প্যাসিফিক অঞ্চলেও ন্যাটোর মতো ব্যবস্থা সম্প্রসারণ। রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সংঘাতকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেনে নেওয়ার চেষ্টা করছে। চলতি মাসের গোড়ার দিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ছিল সম্পূর্ণভাবে একটি পরিকল্পিত উসকানি।

পুতিন এমন সময় এই মন্তব্য করলেন, যার কয়েকদিন আগেই জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। দৃশ্যত চীন ও উত্তর কোরিয়ার প্রতি নজর রেখেই গত সপ্তাহে হাওয়াই উপকূলে এই মহড়ার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে