রক্ষণশীল ব্যক্তিকে সুপ্রিম কোটের্র বিচারক নিয়োগ ট্রাম্পের

প্রভাব পড়বে গভর্পাত, বন্দুক নিয়ন্ত্রণ ও অভিবাসনসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্রেট কাভানহ
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোটের্র নতুন বিচারক হিসেবে কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত ব্রেট কাভানহকে মনোনয়ন দিয়েছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সবোর্চ্চ আদালতে উদারপন্থি ও কট্টরপন্থিদের দ্ব›দ্ব গুঁড়িয়ে রক্ষণশীল বিচারকদের প্রভাব বিস্তারের মঞ্চ প্রস্তুত করবে। সোমবার হোয়াইট হাউস থেকে দেয়া এক ঘোষণায় ট্রাম্প তার মনোনীত নতুন বিচারককে ‘দুদার্ন্ত আইনজ্ঞ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। সংবাদসূত্র : বিবিসি সবোর্চ্চ মাকির্ন আদালত সুপ্রিম কোটর্ একজন প্রধান বিচারপতি ও আটজন বিচারপতি নিয়ে গঠিত হয়। প্রেসিডেন্ট মনোনীত বিচারপতিদের নিয়োগ দেয় সিনেট। একবার নিয়োগ দেয়ার পর পদত্যাগ, অবসর বা অভিশংসন ছাড়া ওই বিচারপতিরা আমৃত্যু দায়িত্ব পালন করতে পারেন। সম্প্রতি বিচারপতি অ্যান্থনি কেনেডি অবসরে যাওয়ার ঘোষণা দেয়ার পর নতুন বিচারপতি নিয়োগের পরিস্থিতি তৈরি হয়। সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে মনোনয়ন পাওয়া বিচারপতির নাম ঘোষণা করা হয়। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আপিল আদালতের বিচারক কাভানহ এর আগে সাবেক প্রেসিডেন্ট জজর্ ডাবিøউ বুশের উপদেষ্টাও ছিলেন। ট্রাম্পের এ সিদ্ধান্ত কেবল চলতি আইনি লড়াইয়ে রিপাবলিকান প্রশাসনকে সুবিধাই এনে দেবে না, প্রভাব ফেলবে গভর্পাত, বন্দুক নিয়ন্ত্রণ ও অভিবাসনসহ অভ্যন্তরীণ প্রায় প্রতিটি ক্ষেত্রে। সুপ্রিম কোটের্র বিচারকদের মেয়াদ কাযর্ত আজীবন হওয়ায় তুলনামূলকভাবে তরুণ এ বিচারককে মনোনয়ন দিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট পদ ছেড়ে দেয়ার পরও এক প্রজন্ম ধরে যুক্তরাষ্ট্রের ধরন নিধার্রণের সুযোগ পেলেন। ২০১৬ সালের নিবার্চনে বিজয়ী হওয়ার পর ট্রাম্প সুপ্রিম কোটের্ এ নিয়ে দ্বিতীয় বিচারককে মনোনয়ন দিলেন। গত বছর ৫০ বছর বয়সী নেইল গোরসাচকে বেছে নিয়েছিলেন তিনি, যাকে এখনই সুপ্রিম কোটের্র সবচেয়ে কট্টর বিচারক হিসেবে বিবেচনা করা হয়। হোয়াইট হাউসের ইস্ট রুমে দেয়া ঘোষণায় ট্রাম্প বলেন, ‘বিচারক কাভানহের আছে নিখুঁত পরিচয়, অতুলনীয় যোগ্যতা ও আইনের মাধ্যমে সমতার বিচার নিশ্চিতে প্রমাণিত অঙ্গীকার। স্পষ্ট ও কাযর্কর লেখার ধরনসহ তিনি একজন দুদার্ন্ত আইনজ্ঞ। আমাদের সময়ের একজন চমৎকার ও তীক্ষèবুদ্ধির আইনবিদ হিসেবেও বিশ্বজুড়ে তার স্বীকৃতি আছে।’ সিনেটের অনুমোদন পেলে ৫৩ বছর বয়সী কাভানহ চলতি গ্রীষ্মে অবসরে যেতে চাওয়া বিচারক অ্যান্থনি কেনেডির স্থলাভিষিক্ত হবেন। ৮১ বছর বয়সী কেনেডি গত মাসেই পদ ছেড়ে দেয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিতকির্ত বিভিন্ন আইন এবং কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর মধ্যকার দ্ব›েদ্বর চ‚ড়ান্ত সালিশ হয় সুপ্রিম কোটের্। গভর্পাত, মৃত্যুদÐ, ভোটের অধিকার, অভিবাসন নীতি, নিবার্চনে অথার্য়ন ও বণর্বাদমূলক পক্ষপাতসহ নানা বিষয়ে চ‚ড়ান্ত রায় দেয়ারও এখতিয়ার রাখে এ প্রতিষ্ঠান। সবোর্চ্চ আদালতের এখনকার ৯ বিচারকের মধ্যে রক্ষণশীলরা এমনিতেই ৫-৪ ব্যবধানে এগিয়ে আছেন, কাভানহের নিয়োগ অনুমোদিত হলে এই প্রভাব আরও বাড়বে।