জাপানে রেকডর্ দুযোের্গ মৃতের সংখ্যা বেড়ে ১৪১

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জাপানে অতিরিক্ত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভ‚মিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪১ জনে দঁাড়িয়েছে। দেশটির পশ্চিমের শহর কুরাশিকিতে আটকা পড়ে আছে হাজারো মানুষ। মঙ্গলবার দেশটির কমর্কতার্রা এ তথ্য জানিয়েছেন। কমর্কতার্রা অতি বৃষ্টিতে সৃষ্ট এই বন্যা ও ভ‚মিধসে হতাহতকে ইতিহাসের অন্যতম প্রাকৃতিক দুযোর্গ বলে আখ্যা দিয়েছেন। গত তিন দশকে জাপানে কোনো প্রাকৃতিক দুযোের্গ এত প্রাণহানি ঘটেনি। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্ কুরাশিকি শহরটির জনসংখ্যা পঁাচ লাখের কম। জুলাইয়ে স্বাভাবিকভাবে যে ধরনের বৃষ্টিপাত হয়, এবার তার চেয়ে তিনগুণ বেশি বৃষ্টি হয়েছে। এ কারণে পশ্চিমের এই শহরটিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। শহরটির অধিকাংশ বাসিন্দাকে সরিয়ে আনা হয়েছে বা সরে গেছে। তবে এখনো এক হাজার লোক সেখানে আটকা পড়ে আছে। বন্যা শুধু কুরাশিকি শহরে সীমাবদ্ধ না থেকে পাশ্বর্বতীর্ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। প্রায় ২০ লাখ লোককে অন্যখানে সরিয়ে নেয়া হয়েছে। টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, বন্যায় ওই অঞ্চলের ঘরবাড়ি, গাড়ি ও আসবাবপত্র পানিতে ভেসে যাচ্ছে। লোকালয় ডুবে গেছে বন্যার পানিতে।