মুক্তি পেয়ে দেশ ছাড়লেন নোবেলজয়ী জিয়াওবোর স্ত্রী

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
অবশেষে মুক্তি পেয়েছেন চীনের নোবেল শান্তি পুরস্কার জয়ী লিউ জিয়াওবোর স্ত্রী লিউ জিয়া। তাকে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে চীন। মঙ্গলবার বেলা ১১টায় জামাির্নর উদ্দেশে দেশ ছেড়ে গেছেন লিউ জিয়া। চীন সরকার এ কথা নিশ্চিত করে জানিয়েছে। সংবাদসূত্র : বিবিসি ২০১০ সালে স্বামী লিউ জিয়াওবো নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর থেকেই লিউ জিয়াকে গৃহবন্দি করে রেখেছিল চীন সরকার। কিন্তু কয়েক মাস ধরে মানবাধিকার কমীর্ ও আন্তজাির্তক মানবাধিকার সংগঠনগুলোর চাপের মুখে জিয়া মুক্তি পান। জিয়ার স্বামী লিউ জিয়াওবো ছিলেন চীনে গণতান্ত্রিক আন্দোলন কমীর্ এবং মানবাধিকারের অন্যতম পথিকৃৎ ও প্রবক্তা। সরকারের সমালোচনা করার অভিযোগে তার কারাদÐও হয়েছিল। তার অবিরাম অহিংস আন্দোলন আর মানবাধিকারে অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে নোবেল শান্তি পুরস্কারে ভ‚ষিত করা হয়। গত বছর ক্যান্সারে ভুগে তিনি মারা যান। কবি হিসেবে পরিচিত লিউ জিয়ার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ না থাকলেও শুধু স্বামীর ভ‚মিকার কারণেই জিয়াকে আটকে রেখেছিল চীন। কিছুদিন আগে জিয়া বলেছিলেন, এভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়।