বিপুল ক্ষমতা নিয়ে তুরস্কের মসনদে এরদোয়ান

জামাতাকে বানালেন অথর্মন্ত্রী

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
রিসেপ তাইয়্যেপ এরদোয়ান
বিপুল নিবার্হী ক্ষমতা নিয়ে আরও পঁাচ বছরের জন্য তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদ শুরু করেছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে এরদোয়ান নিজের জামাতা বেরাক আলবাইরাককে তুরস্কের অথর্মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্ তুরস্কের পালাের্মন্ট দপ্তরে শপথ নেয়ার পর রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্টের বাসভবনে উপস্থিত আন্তজাির্তক নেতা ও কয়েক হাজার অতিথির সামনে ভাষণ দেন এরদোয়ান। ভাষণে ৬৪ বছর বয়সী এই নেতা বলেন, ‘আমরা, তুকির্ হিসেবে ও তুরস্কের লোক হিসেবে আজ থেকে নতুনভাবে শুরু করছি। আমরা ওই পদ্ধতিকে পেছনে ফেলে আসছি, যা অতীতে রাজনৈতিক ও অথৈর্নতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি করে আমাদের দেশের অনেক ক্ষতি করেছে।’ এবারের প্রেসিডেন্ট নিবার্চনে এরদোয়ানের জয়ের মধ্য দিয়ে তুরস্কের ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবতর্ন এসেছে। পালাের্মন্ট পদ্ধতির শাসনব্যবস্থা থেকে প্রেসিডেন্ট পদ্ধতির শাসনব্যবস্থা প্রবতির্ত হয়েছে এবং প্রধানমন্ত্রীর দপ্তর বিলুপ্ত করা হয়েছে। এক বছর আগে বিতকির্ত একটি গণভোটের মাধ্যমে এই পরিবতের্নর অনুমোদন আগেই নিয়ে রাখা হয়েছিল। ৯৫ বছর আগে অটোমান সাম্রাজ্যের পতনের পর তুরস্ক প্রজাতন্ত্রের শুরু থেকে যে শাসনব্যবস্থা অনুসরণ করা হয়েছে, এর মাধ্যমে তার অবসান হলো। এখন থেকে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান, উভয় দায়িত্বই পালন করবেন প্রেসিডেন্ট। তিনি পালাের্মন্টের অনুমোদন ছাড়াই মন্ত্রিসভা গঠন করবেন, মন্ত্রণালয়গুলোর কাযর্ক্রম নিয়ন্ত্রণ করবেন এবং সরকারি কমর্কতাের্দর পরিবতর্ন করতে পারবেন। এরদোয়ান বলেন, অথৈর্নতিক উন্নতির জন্য, ২০১৬ সালের ব্যথর্ সামরিক অভ্যুত্থানের পর নিরাপত্তা নিশ্চিতের জন্য এবং দক্ষিণাঞ্চলীয় সীমান্তে সিরিয়া ও ইরাকের সঙ্গে যুদ্ধ থেকে তুরস্ককে রক্ষার জন্য নিবার্হী ক্ষমতার দিক দিয়ে প্রেসিডেন্টের অনেক বেশি ক্ষমতাশালী হওয়া গুরুত্বপূণর্। এরদোয়ান যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা টাকির্শ এয়ারলাইন্সের সাবেক নিবার্হী ফোয়াত ওকতাইকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। সশস্ত্র বাহিনীর প্রধান হুলুসে আকাসকে নতুন প্রতিরক্ষামন্ত্রী বানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসগলু অপরিবতির্ত আছেন। মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সাবেক উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক, তাকে এরদোয়ানের আগের সরকারের সবচেয়ে ‘মাকের্ট-ফ্রেন্ডলি’ মন্ত্রী হিসেবে বিবেচনা করা হতো। তাকে বাদ দিয়ে জামাতা আলবাইরাককে নতুন অথর্মন্ত্রী করার পরই তুরস্কের অথর্বাজারে একটি ধাক্কা লেগেছে, নেমে গেছে তুকির্ মুদ্রা লিরার মান।