ভারতীয় সুপ্রিম কোটের্র প্রশ্ন

মেয়েদের খৎনা কীভাবে প্রথা হতে পারে?

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বোহরা মুসলমান সম্প্রদায়ের মেয়েদের খৎনা নিয়ে ভারতের সুপ্রিম কোটর্ বলেছে, এটা কী করে প্রথা হতে পারে? এই প্রথার বিরুদ্ধে মামলা করেছেন সুপ্রিম কোটের্র আইনজীবী সুনীতা তেওয়ারি। তিনি বলেন, এই প্রথা সম্মানের সঙ্গে বঁাচার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। সংবাদসূত্র : এবিপি নিউজ খৎনা প্রথা নিয়ে সোমবার কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চায় দেশটির শীষর্ আদালত। কেন্দ্রের হয়ে অ্যাটনির্ জেনারেল বেণুগোপাল বলেন, ধামির্ক রীতিনীতি পালন করার মৌলিক অধিকারেরও নিদির্ষ্ট পরিসীমা আছে। সেই রীতি নৈতিকভাবে ঠিক ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না হওয়া উচিত। সতী প্রথাকে এক সময় বলা হতো ধমের্র গুরুত্বপূণর্ অঙ্গ। কিন্তু তা বন্ধ করা হয়েছে। ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চকে অ্যাটনির্ জেনারেল বলেন, খৎনা প্রথায় শিশুদের বরাবরের মতো শারীরিক ক্ষতি হয়। এই প্রথা নিষিদ্ধ করা উচিত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ২৭টি আফ্রিকার দেশে খৎনা নিষিদ্ধ করা হয়েছে।