হঠাৎ আফগানিস্তান সফরে পম্পেও

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার হঠাৎ করেই আফগানিস্তান সফর করেছেন। সেখানে তিনি তালেবানের প্রতি প্রেসিডেন্ট আশরাফ ঘানির শান্তি আলোচনার প্রস্তাবকে সমথর্ন করেন এবং এই আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর শেষে কাবুল যান পম্পেও। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আফগানিস্তানে এটাই ছিল তার প্রথম সফর। এদিন কাবুলে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে সাক্ষাৎ করেন পম্পেও। এছাড়া, আফগানিস্তান ছাড়ার আগে দেশটিতে মোতায়েনরত মাকির্ন সেনাদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে। কাবুলের প্রেসিডেন্ট কাযার্লয়ে ঘানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, গত বছর মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধক্ষেত্রে তালেবানের ওপর চাপ বাড়ানো এবং তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য যে অতিরিক্ত সেনা পাঠিয়েছেন, তা তাদের প্রতি একটি বাতার্। আর বাতাির্ট হচ্ছে, ‘তারা আমাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারবে না।’ সংবাদসূত্র : সাউথ এশিয়ান মনিটর