ভারত সীমান্তের কাছে পাক যুদ্ধবিমান

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারত সীমান্তের কাছে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ জেলার ভোলারিতে সামরিক তৎপরতা চালানোর উপযোগী একটি আধুনিক বিমানঘঁাটি নিমার্ণ করেছে পাকিস্তান। দেশটির বিমানবাহিনী এই ঘঁাটিতে চীন-পাকিস্তান যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান মোতায়েন করবে। অনেক আগে থেকে বিমানঘঁাটিটির অস্তিত্ব থাকলেও সেখানে যুদ্ধবিমানের তৎপরতা সাম্প্রতিক ঘটনা। পূবর্ ফ্রন্টে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে পাল্লা দিতে পিএএফ তার বহরে বিপুল সংখ্যক জেএফ-১৭ যুদ্ধবিমান যোগ করেছে। হায়দ্রাবাদ ঘঁাটির কাছেই রয়েছে পাকিস্তান নৌবাহিনীর কমান্ডো বাহিনী স্পেশাল সাভির্স গ্রæপের ঘঁাটি। এদিকে, পাকিস্তানের অংশে দ্রæত উন্নয়নের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ কমিটিও গুজরাটের দিসায় একটি ঘঁাটি নিমাের্ণর প্রস্তাব অনুমোদন করেছে। এই ঘঁাটি পশ্চিম সীমান্তে ভারতের নিরাপত্তায় ঘাটতি পূরণ করবে। তবে এর রানওয়ে সম্প্রসারণের কাজ শেষ হতে তিন থেকে চার বছর সময় লাগতে পারে। সংবাদসূত্র : এনডিটিভি