নিজের সাক্ষাৎকার প্রকাশে আপত্তি মিসরের প্রেসিডেন্ট সিসির

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল সিবিএসকে সাক্ষাৎকার দিয়ে পরে সেটা প্রচার করতে নিষেধ করেছেন। সাক্ষাৎকারে এমন কিছু অংশ আছে, যেটা মিসরে জনমানসে বিভ্রান্তি ছড়াতে পারে। মিসরে রাজনৈতিক কারণে কাউকে আটক করে রাখা হয়নি এবং ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পকর্ রয়েছে, এ রকম কথা সাক্ষাৎকারে বলেছিলেন সিসি। এসব বক্তব্য থাকায় সাক্ষাৎকারটি প্রচার না করতে মিসরের তরফ থেকে যোগাযোগ করা হয় সিবিএসের সঙ্গে। সাক্ষাৎকার প্রচার বন্ধ করা তো দূরে থাক, সিবিএস টিভি চ্যানেল উল্টো নিদির্ষ্ট কিছু অংশবিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচার করতে যাচ্ছে। সংবাদসূত্র: আল-জাজিরা টিভি চ্যানেল সিবিএসের একটি অনুষ্ঠানের নাম ‘সিক্সটি মিনিটস।’ সেই অনুষ্ঠানের জন্য মিসরের প্রেসিডেন্ট সিসির সাক্ষাৎকার নিয়েছিলেন স্কট পেলি। তাকে সিসি বলেছিলেন, মিসরে কোনো রাজবন্দি নেই। আমরা জঙ্গিদের বিরুদ্ধে দঁাড়াবার চেষ্টা করছি, যারা মানুষের ওপর তাদের মতামত চাপিয়ে দিতে চায়। তাদের এখন বিচারের প্রক্রিয়ায় রাখা হয়েছে। বিচার শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। কিন্তু বিচার আইনানুগভাবেই হবে। আন্তজাির্তক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, মিসরে ৬০ হাজার রাজবন্দি রয়েছে।